মুর্শিদাবাদ জেলার শহরকান্দি লাগোয়া বাইপাসে চালু হয়েছে এই আমবাগান ক্যাফে। সোনালি বিকেল কিংবা সন্ধ্যা বেলায় গল্প ও আড্ডা দিতে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে আসছেন ভোজন রসিক বাঙালি এই ক্যাফেতে।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় শুধু ঠাকুর দেখা নয়, চাই পেটপুজো। তাই পেটপুজোর কথা মাথায় রেখেই এই ক্যাফে খোলা হয়েছে। নিঝুম পরিবেশে পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটিয়ে পেটপুজো করা যাবে বাজেটের মধ্যেই।
advertisement
চাইনিজ থেকে সাউথ ইন্ডিয়ান, এছাড়াও বাঙালির প্রিয় বিরিয়ানি বিভিন্ন রকম পদের খাবার পাওয়া যাচ্ছে সুলভ মুল্যেই। সম্প্রতি কান্দি দোহালিয়া বাইপাসে খোলা হয়েছে এই ক্যাফে। আর এই ক্যাফে খোলা হতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভোজন রসিক বাঙালিদের কাছে।
আরও পড়ুন: দক্ষিণে বদলে গেল আবহাওয়ার খেলা, জেলায় জেলায় কাটল দুর্যোগ, বর্ষা কি পুরোপুরি বিদায় নিল, জানুন আপডেট
মনোরম পরিবেশেই শুধু নয়, বিকেল গড়িয়ে ঠিক যখন সন্ধ্যা নামে তখন গল্প গুজব আড্ডা এবং গানের ঠেক হিসেবে বেশ আদর্শ জায়গায় তৈরি হয়েছে এই ক্যাফে। গল্প দিতে দিতে ঠাকুর দেখার মাঝেই পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন। নতুন প্রজন্মের জন্য এখন এই ক্যাফে জমে উঠেছে বেশ ভালভাবেই। এছাড়াও সেলফি তুলে নিতে পারবেন। ফলে একটু সময় কাটানোর জন্য অতি পরিচিত হয়ে উঠবে বলেই আশাবাদী ক্যাফের মালিকও।
কৌশিক অধিকারী