এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের যাবতীয় সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন দোকান মালিক সুবোধ দাস। তবে নভেম্বর মাসে সামশেরগঞ্জে নিষিদ্ধপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৬ই নভেম্বর বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুর্শিদাবাদের ধুলিয়ানে। ধুলিয়ান শহরের কলাবাগান নিষিদ্ধপল্লি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে যায় বস্তি। গত ১৬ই নভেম্বর মধ্যে রাতে হঠাৎই দাউদাউ করে জ্বলে যায় কলাবাগানের প্রায় ২০ টি ঘর।
advertisement
আরও পড়ুনঃ অগ্রহায়ণের নতুন ধানের সুবাসে মুখরিত বাংলা! ঘরে ঘরে নবান্ন উৎসব
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ধুলিয়ান থেকে দমকলের দুটি ইঞ্জিন ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কি ভাবে আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। তবে পনেরো দিনের মাথায় ফের সামশেরগঞ্জে এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । কি ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কাঠের দোকানে তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ও দমকল বাহিনী।
Koushik Adhikary