দিবা রাত্রিব্যাপী এই ভলিবল খেলার ফাইনাল হয় কান্দি থানা বনাম পার্বতীপুরের মধ্যে। পার্বতীপুর কান্দি থানাকে পরাজিত করে জয়ী হয়। ভলিবল খেলার শেষে জয়ী দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি ভলিবল খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। খেলার প্রতি যুবসমাজের আরও আগ্রহ তৈরি করতে ও গ্রামীণ এলাকায় ভলিবল খেলার প্রতি আকর্ষণ বৃদ্ধিও প্রধান লক্ষ্য পুলিশের।
advertisement
আরও পড়ুনঃ বিভিন্ন গ্রামের স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশেষ সভা ও প্রদর্শনী
ফাইনাল খেলার জয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি থানার আইসি সুভাষ ঘোষ। কান্দি থানার আইসি জানান, পুলিশ জনতার মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার কথা কে স্মরণে রেখে আট দলীয় এই সম্প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ ডিজিটাল ভারতের পথে আরও একধাপ এগিয়ে গেল পাঁচথুপি প্রাথমিক বালিকা বিদ্যালয়
পার্বতীপুর এই ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। দর্শকদের মধ্যে এই ভলিভল খেলা কে ঘিরে উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আগামী দিনে শুধুই আইন রক্ষকের ভূমিকায় নয়, মানবিক সম্পর্ক রক্ষার জন্য এই আয়োজন প্রশাসনের।
KOUSHIK ADHIKARY