TRENDING:

Murshidabad News: হজে গিয়ে কী করবেন আর কী করবেন না তা বোঝাতে প্রশিক্ষণ শিবির

Last Updated:

মুর্শিদাবাদ থেকে এবার ১৪০০ জন পবিত্র হজ করতে যাবেন। রাজ্য থেকে মোট ১৭ হাজার জন এবার হজে যেতে পারেন। এই বছর গোটা ভারতবর্ষ থেকে মোট ১ লক্ষ ৭৫ হাজার ধর্মপ্রাণ মুসলিম হজ করতে মক্কায় যাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সামনেই হজ যাত্রা। তার আগে হজ যাত্রীদের নিয়ে আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রশাসনের পক্ষ থেকে রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে এই হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন ৩৬৬ জন হজ যাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement

আরও পড়ুন: মাদক কারবারীদের মদত দিচ্ছে পুলিশ! চাঞ্চল্যকর অভিযোগে ফাঁড়ি ঘেরাও তৃণমূলের

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। এই প্রশিক্ষণ শিবিরে হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়, মুর্শিদাবাদ থেকে এবার ১৪০০ জন পবিত্র হজ করতে যাবেন। রাজ্য থেকে মোট ১৭ হাজার জন এবার হজে যেতে পারেন। যদিও এখনও পর্যন্ত ১০৮০০ জনের তালিকা তৈরি হয়েছে ! এই বছর গোটা ভারতবর্ষ থেকে মোট ১ লক্ষ ৭৫ হাজার ধর্মপ্রাণ মুসলিম হজ করতে মক্কায় যাবেন বলে জানা গিয়েছে। কলকাতা থেকে ২১ মে এবারের প্রথম হজ বিমান ছাড়বে। তার আগে সকল হজ যাত্রীকে ভ্যাকসিন নিতে হবে বলে নির্দেশিকা জারি করেছে প্রশাসন।

advertisement

View More

এদিনের এই শিবিরে হজে গিয়ে কী কী নিয়ম মানতে হবে সেই বিষয়গুলি তুলে ধরা হয়। সকলকে ভাল করে মক্কার নিয়মাবলী বুঝিয়ে দেওয়া হয়েছে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হল এই হজ যাত্রা। ইসলামে একবার হজ করাকে জরুরি আখ্যা দেওয়া হলেও এটি বেশ ব্যয়বহুল। এই কারণে হজযাত্রাকে তখনই কর্তব্য মনে করা হয়, যখন কোনও ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি আর্থিক দিক দিয়ে স্বচ্ছল অবস্থানে থাকেন। হজ যাত্রার পাঁচটি নিয়ম আছে। এটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া। এই যাত্রার নিয়মগুলি ক্রমানুসারে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পাঁচটির মধ্যে একটিও পালন করতে না-পারলে হজ যাত্রা অসম্পূর্ণ মনে করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হজে গিয়ে কী করবেন আর কী করবেন না তা বোঝাতে প্রশিক্ষণ শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল