South 24 Parganas News: মাদক কারবারীদের মদত দিচ্ছে পুলিশ! চাঞ্চল্যকর অভিযোগে ফাঁড়ি ঘেরাও তৃণমূলের
- Reported by:ARPAN MONDAL
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পুলিশের বিরুদ্ধে মাদক বিক্রেতাদের মদত দেওয়ার এই অভিযোগ তুলে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ ফাঁড়িতে বিক্ষোভ দেখান শাসকদলের নেতাকর্মীরা
দক্ষিণ ২৪ পরগনা: পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল নেতাকর্মীদের। অভিযোগ, ঘুটিয়ারি শরীফ এলাকায় মাদক বিক্রেতাদের মদত দিচ্ছে খোদ পুলিশ।
পুলিশের বিরুদ্ধে মাদক বিক্রেতাদের মদত দেওয়ার এই অভিযোগ তুলে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ ফাঁড়িতে বিক্ষোভ দেখান শাসকদলের নেতাকর্মীরা। স্থানীয় নারায়ণপুর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পুলিশের বিরুদ্ধে এলাকার সমাজবিরোধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নারায়ণপুরের যুব তৃণমূল নেতা শাহ আলম লস্করকে মাদক ব্যবসায়ীদের আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। এরপরই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।
তৃণমূলের অঞ্চল সভাপতি সালাউদ্দিন সর্দারের অভিযোগ, পুলিশের মদতে এলাকায় মাদক বিক্রি হচ্ছে। ফলে অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না। যুব তৃণমূল সভাপতি মিলন মণ্ডলের অভিযোগ, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করার জন্য যুবনেতা শাহ আলম লস্করকে সমাজবিরোধীরা মারধর করেছে। তার হুঁশিয়ারি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
advertisement
এদিকে পুলিশের বক্তব্য, এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বেড়েছে। যুব তৃণমূল নেতাকে মারধর করার প্রতিক্রিয়া হিসেবেই ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে মাদক কারবারীদের মদত দেওয়ার কোনও অভিযোগ নেই বলে দাবি করা হয়। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
অর্পণ মণ্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাদক কারবারীদের মদত দিচ্ছে পুলিশ! চাঞ্চল্যকর অভিযোগে ফাঁড়ি ঘেরাও তৃণমূলের







