TRENDING:

Murshidabad: ফিরল কফিন বন্দি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ, শোকের ছায়া পরিবারে

Last Updated:

মুর্শিদাবাদ জেলাতে গড়ে ওঠেনি শিল্প বা কল কারখানা। ফলে পরিবারের মুখে অন্ন জোগান করতে পরিযায়ী শ্রমিকের কাজে রওনা দেন শ্রমিকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে গড়ে ওঠেনি শিল্প বা কল কারখানা। ফলে পরিবারের মুখে অন্ন জোগান করতে পরিযায়ী শ্রমিকের কাজে রওনা দেন শ্রমিকেরা। দুবাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক যুবকের, শুক্রবার গভীর রাত্রে ভরতপুরে কফিনবন্দি ফিরল দেহ। জানা গিয়েছে, গত ছয় মাস আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম থেকে দুবাইয়ে গিয়েছিল ওই গ্রামেরই বাসিন্দা উজ্জ্বল সেখ ওরফে মহিম সেখ। দুবাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে গত ১৫ দিন আগে মৃত্যু হয় উজ্জ্বল সেখ ওরফে মহিম সেখের।
advertisement

পরিবারের সদস্যরা তা জানতে পারতেই শোকের ছায়া নেমে আসে পরিবারের। অবশেষে শুক্রবার গভীর রাত্রে দুবাই থেকে উজ্জ্বল সেখ ওরফে মহিম সেখের কফিনবন্দি মৃতদেহ ফিরল ভরতপুরের বাড়িতে। দেহ গ্রামে ফিরতেই শোকে পাথর আত্মীয় স্বজন থেকে চেনা পরিচিত সকলেই। ছেলের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার পরিজন।

আরও পড়ুনঃ তুঙ্গে বেলডাঙার লালু ঢাকির কদর! যাচ্ছেন মুম্বাইয়ে গায়ক অভিজিৎ-এর পুজোতে

advertisement

জানা গিয়েছে, পরিবারের অন্যতম রোজগেরে যুবক ছিল উজ্বল সেখ। পরিবারের মুখে হাঁসি ফুটানোর জন্য ভীন দেশে রওনা দিয়েছিল কাজের উদ্দেশ্যে। গত ছয় মাস ধরে কাজ করলেও বর্তমানে অসুস্থ ছিলেন ও মানষিক অবসাদে ভুগছিলেন। গত পনেরো দিন আগে হঠাৎই তার মৃত্যু হয়। সেই খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।

advertisement

View More

আরও পড়ুনঃ থামছেই না ভাঙন! এগিয়ে আসছে গঙ্গা, আতঙ্কে সামশেরগঞ্জবাসী

অবশেষে পরিবারের প্রচেষ্টায় দেহ ফিরল বাড়িতে। কফিন বন্দী নিথর দেহ ফিরতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের এই মৃত্যু নতুন কিছু নয়। এর আগেও কাশ্মীরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ যায় ছয় জনের। তবে আবার এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল আবারও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: ফিরল কফিন বন্দি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ, শোকের ছায়া পরিবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল