কুমিরের দেখা মেলায় আগেই গঙ্গা স্নানে যেতে জারি হয় নিষেধাজ্ঞা। এরপরেই রেজিনগর থানার মাঙন পাড়া এলাকায় দেখা যায় কুমিরটিকে। ছট পুজোয় কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়। প্রসঙ্গত, গঙ্গার পাড় জুড়ে দাপিয়ে বেড়াতে দেখা যায় বিশাল আকারের কুমির। তখনই কুমিরটির সুরক্ষার বিষয়ে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন পশু ও প্রানী প্রেমীরা।
advertisement
আরও পড়ুনঃ বিভিন্ন গ্রামের স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশেষ সভা ও প্রদর্শনী
অন্যদিকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদ পুরসভা ও লাগোয়া এলাকার বাসিন্দারা কুমির কে দেখতে পান৷ ঘন নিকষ কিন্তু শক্তিশালী সেই অজানা আতঙ্কের বহর এতটাই যে ভাগীরথীর জলে মাছ ধরা তো দূরে থাক, জলের কাছে পিঠেও ঘেঁষেননি কোনও মৎস্যজীবী৷ তবে কুমিরটি উদ্ধার করার পরে বৃহস্পতিবার রাতে জলে ছাড়া হতেই সে আপন খেয়াল চলে যায় গঙ্গা নদীতে।
KOUSHIK ADHIKARY