TRENDING:

Murshidabad News: ভর সন্ধ্যায় বাইক চুরি! সিসি টিভিতে ধরা পড়ল সেই রুদ্ধশ্বাস ছবি

Last Updated:

ভর সন্ধ্যায় মোটর বাইক চুরি হল। যা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। সিম কার্ড কিনতে এসে চুরি হয়ে গেল বাইক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ ভর সন্ধ্যায় মোটর বাইক চুরি হল। যা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। সিম কার্ড কিনতে এসে চুরি হয়ে গেল বাইক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। শখের বাইক খুইয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে বাইকের মালিক আলম মহলদার। সূত্রের খবর অনুযায়ী, মুর্শিদাবাদের ধুলিয়ানের যুবক আলম মহলদার সন্ধ্যেবেলায় তার সাধের বাইক নিয়ে দোকানে আসে মোবাইল ফোনের সিম কার্ড কিনতে। সিম কার্ড কেনার জন্য যুবক বাইক দাঁড় করিয়ে দোকানে প্রবেশ করে। কিন্তু সিম কার্ড কিনে দোকানের বাইরে আসতেই দেখতে পান তাঁর বাইকটি যথাস্থানে নেই।
advertisement

ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ধুলিয়ানের এলাহাবাদ ব্যাঙ্ক সংলগ্ন এলাকায়। মানসিকভাবে ভেঙে পড়ে ওই যুবক। বাইক হারিয়ে পুলিশের দারস্থ হয়েছেন ধুলিয়ান পুরসভার চার নম্বর ওয়ার্ডের ওই যুবক। বাইকের মালিক আলম মহলদার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ভর সন্ধ্যেবেলায় জনসমক্ষে বাইক চুরি হয়ে যাওয়ার ঘটনায় রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত এক পরি‌যায়ী শ্রমিক, আহত ৭

স্থানীয় বাসিন্দারা জানান, সামশেরগঞ্জ ধুলিয়ান এলাকায় প্রায়শই একের পর এক বাইক চুরি হয়ে যাচ্ছে ওই এলাকা থেকে। তাঁদের আশঙ্কা এই চুরির পেছনে বড়োসড়ো চক্র জড়িত রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা। এর আগে মটর বাইক চুরির ঘটনায় কান্দি থানার পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন কে গ্রেফতার করে। বর্তমানে তারা জেল হেফাজতে আছে। কিন্তু এই চুরির সঙ্গে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভর সন্ধ্যায় বাইক চুরি! সিসি টিভিতে ধরা পড়ল সেই রুদ্ধশ্বাস ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল