ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ধুলিয়ানের এলাহাবাদ ব্যাঙ্ক সংলগ্ন এলাকায়। মানসিকভাবে ভেঙে পড়ে ওই যুবক। বাইক হারিয়ে পুলিশের দারস্থ হয়েছেন ধুলিয়ান পুরসভার চার নম্বর ওয়ার্ডের ওই যুবক। বাইকের মালিক আলম মহলদার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ভর সন্ধ্যেবেলায় জনসমক্ষে বাইক চুরি হয়ে যাওয়ার ঘটনায় রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত এক পরিযায়ী শ্রমিক, আহত ৭
স্থানীয় বাসিন্দারা জানান, সামশেরগঞ্জ ধুলিয়ান এলাকায় প্রায়শই একের পর এক বাইক চুরি হয়ে যাচ্ছে ওই এলাকা থেকে। তাঁদের আশঙ্কা এই চুরির পেছনে বড়োসড়ো চক্র জড়িত রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা। এর আগে মটর বাইক চুরির ঘটনায় কান্দি থানার পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন কে গ্রেফতার করে। বর্তমানে তারা জেল হেফাজতে আছে। কিন্তু এই চুরির সঙ্গে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
Koushik Adhikary