Murshidabad News: পথ দুর্ঘটনায় মৃত এক পরি‌যায়ী শ্রমিক, আহত ৭

Last Updated:

মুর্শিদাবাদ জেলার কান্দি থানার দোহালিয়া বাইপাসে ডাম্পার ও ছোট মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হল মোট সাতজন।

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার দোহালিয়া বাইপাসে ডাম্পার ও ছোট মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হল মোট সাতজন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দিতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রেজমাইল সেখ বাড়ি হরিহরপাড়ার কেতাইপুর গ্রামে। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থেকে পরিযায়ী শ্রমিকের কাজে রওনা দিয়েছিল বেশ কিছু শ্রমিক। ইদে বাড়ি ফিরে এসেছিল এই পরিযায়ী শ্রমিকেরা। তারা দীর্ঘদিন পর মধ্যপ্রদেশের ইন্ডোরে যাওয়ার কথা ছিল।
শনিবার রাতে বর্ধমান থেকে তাদের ট্রেন ছিল। আর সেই উদ্দেশ্য হরিহরপাড়া থেকে বর্ধমান ষ্টেশন যাচ্ছিল। কিন্তু রওনা দেওয়ার পরে শনিবার দুপুরে কান্দি থানার দোহালিয়া বাইপাসে মারুতি গাড়ি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হল এক যুবকের। আহত হল হন মোট সাতজন। ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় সকলকেই উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
advertisement
আহত হন হাবিবুর সেখ, সাহাবুল সেখ, মুখলেসুর রহমান, রাজু সেখ , সফিউল সেখ , রবিউল ইসলাম দোলন সেখ কান্দি মহকুমা হাসপাতালে বর্তমানে সকলের চিকিৎসা চলছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। কি ভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ ফের ভাঙনের চোখ রাঙানি সামশেরগঞ্জে! ঘরছাড়া বহু মানুষ
হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় আহত বর্তমানে দোলন সেখের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। স্থানীয়দের দাবি, ডাম্পারের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা। এর আগেও এই এলাকায় দুর্ঘটনা ঘটেছে। তবুও গাড়ির গতি কমেনি। আর যার জেরেই প্রাণ গেল তরতাজা পরিযায়ী শ্রমিক যুবকের।
advertisement
 
 
 
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পথ দুর্ঘটনায় মৃত এক পরি‌যায়ী শ্রমিক, আহত ৭
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement