আর যা নিষ্ঠা ভক্তির সাথে পালন করেন রামনগরের বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। জানা গিয়েছে, মুলত এই গ্রামে একাধিক জমিদারবাড়ি তে দুর্গাপুজো থাকলেও গ্রামে হয় না কোনো সার্বজনীন দুর্গা উৎসব। তাই দুর্গাপুজোর সেই খামতি মেটাতেই গ্রামবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ২০০৫ সালে সূচনা করা হয়েছিল এই লক্ষ্মীপুজোর। যা আজও মহাসমারহে চলে আসছে রামনগর গ্রামে, এই লক্ষ্মী পুজা আর এই পুজো ঘিরেই গ্রামে বসে আট দিনের মেলা।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোতেই মেতে ওঠেন এই গ্রামের মানুষ!
লক্ষ্মী পুজো ঘিরে গ্রামের আট থেকে আসি সকলেই মাতে উৎসবের আমেজে। কার্যত দুর্গাপূজার আনন্দের খাটতি মেটাতে লক্ষ্মী পুজোর তিথিতে আনন্দ উপভোগ করতে হয় সাহোরা, ও রামনগর গ্রামের বাসিন্দাদের। আর যে কারণে লক্ষ্মী পুজোতেই গ্রামের সব পরিবারে থাকে সকল ধরনের আয়োজন। এই বছর থিমের আকারে দেবী ধনলক্ষ্মীর আরাধনায় ব্রত হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। কোভিড মহামারি পরিস্থিতির পর উৎসবের আনন্দে মেতে থাকবেন আগামী আটদিন এই গ্রামের বাসিন্দারা বলে জানা গিয়েছে।
Koushik Adhikary