TRENDING:

Independence Day 2022 : ৭৫০ মিটারের জাতীয় পতাকা, কোথায় তৈরি হচ্ছে, জানুন

Last Updated:

Independence Day 2022 : বর্তমানে দিনরাত এক করে চলছে জাতীয় পতাকা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, জিয়াগঞ্জ : এ বছর স্বাধীনতার ৭৫ তম বছর পূর্ণ হতে চলেছে । এ উপলক্ষে সারা দেশ জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে অভিনব উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদ জেলার এক বেসরকারি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান। জিয়াগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫০ মিটারের জাতীয় পতাকা তৈরি করা হচ্ছে। যা নিয়ে শোভাযাত্রা করবে ছাত্রছাত্রীরা। বর্তমানে দিনরাত এক করে চলছে জাতীয় পতাকা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি।
advertisement

কারিগররা অক্লান্ত পরিশ্রম করে ৭৫০ মিটার মাপ বিশিষ্ট এই জাতীয় পতাকা বানানোর কাজ করছেন। স্বাধীনতা দিবসের সকালে জিয়াগঞ্জের ওই বেসরকারি কম্পিউটার সেন্টার কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা এই জাতীয় পতাকা নিয়ে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করবেন। জিয়াগঞ্জ-আজিমগঞ্জের অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও অংশ গ্রহণ করবেন এই পদযাত্রায়। এই বছরই প্রথম নয়, এর আগেও দু'বছর বিশাল আকৃতির জাতীয় পতাকা তৈরি করে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন : চালের আকাশছোঁয়া দাম কমবে কবে, জানুন ব্যবসায়ীরা কী বলছেন

ভাগীরথী নদীর তীরে অবস্থিত জিয়াগঞ্জ জেলার প্রাচীন শহর হলেও শিক্ষা ও সংস্কৃতি চর্চায় যথেষ্ট এগিয়ে। জানা গিয়েছে, এর আগেও স্বাধীনতা উদযাপনে ২০১৮ সালে ৪০০ মিটার ও ২০১৯ সালে ৫০০ মিটারের জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করা হয়েছিল।

advertisement

View More

আরও পড়ুন : ডেঙ্গি মোকাবিলায় মশক দমনে গাপ্পি মাছের শরণাপন্ন

তবে কোভিড মহামারি পরিস্থিতির কারণে দু'বছর এই আয়োজন হয়নি। এ বছর ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশাল জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করবেন ছাত্রছাত্রীরা ।

হাতে আর মাত্র কয়েকটা দিন । আপাতত দিনরাত পরিশ্রম করে জাতীয় পতাকা তৈরি করতে ব্যস্ত কারিগররা। ছাত্রছাত্রীরাও উন্মুখ দেশের জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের সকালে পদযাত্রায় অংশ নিতে।

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Independence Day 2022 : ৭৫০ মিটারের জাতীয় পতাকা, কোথায় তৈরি হচ্ছে, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল