কারিগররা অক্লান্ত পরিশ্রম করে ৭৫০ মিটার মাপ বিশিষ্ট এই জাতীয় পতাকা বানানোর কাজ করছেন। স্বাধীনতা দিবসের সকালে জিয়াগঞ্জের ওই বেসরকারি কম্পিউটার সেন্টার কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা এই জাতীয় পতাকা নিয়ে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করবেন। জিয়াগঞ্জ-আজিমগঞ্জের অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও অংশ গ্রহণ করবেন এই পদযাত্রায়। এই বছরই প্রথম নয়, এর আগেও দু'বছর বিশাল আকৃতির জাতীয় পতাকা তৈরি করে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন : চালের আকাশছোঁয়া দাম কমবে কবে, জানুন ব্যবসায়ীরা কী বলছেন
ভাগীরথী নদীর তীরে অবস্থিত জিয়াগঞ্জ জেলার প্রাচীন শহর হলেও শিক্ষা ও সংস্কৃতি চর্চায় যথেষ্ট এগিয়ে। জানা গিয়েছে, এর আগেও স্বাধীনতা উদযাপনে ২০১৮ সালে ৪০০ মিটার ও ২০১৯ সালে ৫০০ মিটারের জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করা হয়েছিল।
আরও পড়ুন : ডেঙ্গি মোকাবিলায় মশক দমনে গাপ্পি মাছের শরণাপন্ন
তবে কোভিড মহামারি পরিস্থিতির কারণে দু'বছর এই আয়োজন হয়নি। এ বছর ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশাল জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করবেন ছাত্রছাত্রীরা ।
হাতে আর মাত্র কয়েকটা দিন । আপাতত দিনরাত পরিশ্রম করে জাতীয় পতাকা তৈরি করতে ব্যস্ত কারিগররা। ছাত্রছাত্রীরাও উন্মুখ দেশের জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের সকালে পদযাত্রায় অংশ নিতে।