TRENDING:

Murshidabad News: কান্দি মহকুমা জুড়ে চব্বিশ ঘণ্টার বাস ধর্মঘট, বিপাকে নিত্য‌যাত্রীরা!

Last Updated:

বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা জুড়ে বেসরকারি বাস ধর্মঘটে সামিল হয়েছেন বাস মালিক ও শ্রমিক সংগঠন। কান্দি মহকুমা বাস মালিক ও শ্রমিক সংগঠনের ডাকে বুধবার চলছে ধর্মঘট। বেশ কিছু দাবি দাওয়ার ভিত্তিতে এই বাস ধর্মঘট পালন হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা জুড়ে বেসরকারি বাস ধর্মঘটে সামিল হয়েছেন বাস মালিক ও শ্রমিক সংগঠন। কান্দি মহকুমা বাস মালিক ও শ্রমিক সংগঠনের ডাকে বুধবার চলছে ধর্মঘট। বেশ কিছু দাবি দাওয়ার ভিত্তিতে এই বাস ধর্মঘট পালন হচ্ছে। যার ফলে প্রবল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। মুলত রনগ্রাম ব্রিজের উপর দিয়ে ভোর ৫টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত বাস চালাতে দিতে হবে। বাসের সীটে বসে থাকা যাত্রীদের নিয়ে বাস চলাচল করতে দিতে হবে ও বাস রুটের ওপর দিয়ে বেআইনি গাড়ি চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে এই দাবিতে বাস মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই বাস ধর্মঘট পালন করা হচ্ছে।
advertisement

দৈনিক কান্দি মহকুমা জুড়ে ১৭০টি মতো বেসরকারি বাস চলাচল করে। তবে ধর্মঘটের জেরে সমস্ত বাস পরিষেবা বন্ধ ছিল বুধবার। যদিও বাস মালিকদের দাবি, আমাদের বাস ধর্মঘট করার কোন ইচ্ছা ছিল না। আমাদের তো জনসাধারণ কে পরিষেবা দেওয়া মুল লক্ষ্য। অবৈধ গাড়ি আছে যেগুলো হাই রোডের ওপর দিয়ে নিষেধ থাকা সত্ত্বেও সেই যান বাহন চলাচল করছে। রনগ্রাম ব্রিজের কান্দি মহকুমার একটি লক গেট বলা চলে।

advertisement

আরও পড়ুনঃ ভরতপুরে ২৩টি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি উদ্ধার! গ্রেফতার দুই

বর্তমানে যে সব বয়স্ক মানুষ ও রোগীদের কে নিয়ে যেন রনগ্রাম ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে দেওয়া হয়। আমাদের রুটে অবৈধ যান চলাচল করছে। তবে যাত্রীদের পরিষেবা দেওয়া হয়ে থাকে। আগে আমরা অবস্থান বিক্ষোভ পালন করেছি। তবে এই বাস ধর্মঘটে যাত্রীদের অসুবিধার কথা স্বীকার করে নেন বাস মালিক শ্রমিক সংগঠন। প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলার কান্দি রনগ্রাম ব্রীজ রক্ষনা বেক্ষনের কারণে যাত্রী শুন্য করে বাস পরিষেবা চালানো হয়।

advertisement

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! ধৃত দুই

সকাল ৫টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাস পরিষেবা চলে। তবে ভারী কোন যানবাহন চলাচল করে না। ফলে নিত্যদিন ব্রিজের দুই প্রান্তে যাত্রী নামিয়ে বাস পরিষেবা দেওয়া হয়। ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই রনগ্রাম ব্রিজের উপর দিয়ে সঠিকভাবে বাস চালানোর দাবিতে এই বাস ধর্মঘট পালন করা হল বুধবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কান্দি মহকুমা জুড়ে চব্বিশ ঘণ্টার বাস ধর্মঘট, বিপাকে নিত্য‌যাত্রীরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল