এদিনের রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির, মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন ও ভরতপুর পঞ্চায়েত সমিতির পুর্ত কমার্ধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, ভরতপুর ব্লকের বিডিও আবিদা সুলতানা সহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখমুখি হয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন জানিয়েছেন, এই রাস্তা তৈরি ফলে এলাকার ২০ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।
advertisement
আরও পড়ুনঃ ফরাক্কার পর রাণীনগরে দেখা মিলল কুমিরের, আতঙ্কিত বাসিন্দারা
দীর্ঘ দিন ধরেই গ্রামের বাসিন্দাদের অভিযোগ ছিল পাকা রাস্তার, আর সেই দাবি কে সামনে রেখেই এগিয়ে এল মুর্শিদাবাদ জেলা পরিষদ। পঞ্চায়েত নির্বাচন কে পাখির চোখ করে এই পাকা রাস্তা নির্মাণ হলে উপকৃত হবেন সাধারণ মানুষজন। কারণ বর্ষার সময়ে মাটি ও কাদা পেরিয়ে রাস্তা দিয়ে সাধারণ মানুষ কে যাতায়াত করতে হতো। বারবার পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদকে বলেও সুফল হয়নি। অবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে ১০ কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হল। যার বরাদ্দ করা হয়েছে ৭কোটি ৯২লক্ষ টাকা।
Koushik Adhikary