আরও পড়ুনঃ বিতর্কিত পঞ্চায়েতেও সবুজ-ঝড়! বগটুই, আনিস-মৃত্য়ু ছাপ ফেলল না ভোটে
বিজয় মিছিলে পারিবারিক বিবাদের আক্রশের জেরে ওই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে দাবি স্থানীয় ও তৃণমূলের কর্মী সমর্থকদের। মালদহের চাঁচোল থানার ক্ষেমপুর পঞ্চায়েতের পরাণপুর এলাকার ঘটনা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম মফিজউদ্দিন(৫৫)।
advertisement
আরও পড়ুনঃ গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ৩, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার
মৃতের পরিবারের অভিযোগ যে, ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতে মফিজউদ্দিনের ভাইপো তারিকুল শেখ তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেন। সেই উপলক্ষে বুধবার বিজয় মিছিল হয় এলাকায়। বিজয় মিছিলে ছিলেন মুফিজউদ্দিন। সেই সময় ওই এলাকারই বাসিন্দা জালালউদ্দিনের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদ থামাতে যায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। মফিজউদ্দিন সেখানে ছিলেন। অভিযোগ তাঁকে লক্ষ করেই অভিযুক্তরা ইঁটের আঘাত করে মাথায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় ইতিমধ্যে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হরষিত সিংহ