TRENDING:

WB Panchayat Elections Result 2023: বিজয় মিছিল বয়ে আনল দুঃসংবাদ! ফের প্রাণ কাড়ল শাসকের দুই গোষ্ঠীর ভয়ানক সংঘর্ষ

Last Updated:

WB Panchayat Elections Result 2023: তৃণমূলের বিজয় মিছিলে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মিছিল চলাকালীন হঠাৎ দুইগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধলে মৃত ব্যক্তিকে ইট দিয়ে থেতলানো হয় বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: তৃণমূলের বিজয় মিছিলে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মিছিল চলাকালীন হঠাৎ সংঘর্ষ বাঁধলে মৃত ব্যক্তিকে ইঁট দিয়ে থেতলানো হয় বলে অভিযোগ। আগে থেকেই সেখানে বিবাদ চলছিল, মিছিলের কর্মী সমর্থকেরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা। মৃতকে লক্ষ করে ইঁট ছোঁড়া হয়। গুরুতর আহত হলে তাকে স্থাঁনীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয়েছে তাঁঁর।
ফের প্রাণ কাড়ল শাসকের দুই গোষ্ঠীর ভয়ানক সংঘর্ষ
ফের প্রাণ কাড়ল শাসকের দুই গোষ্ঠীর ভয়ানক সংঘর্ষ
advertisement

আরও পড়ুনঃ বিতর্কিত পঞ্চায়েতেও সবুজ-ঝড়! বগটুই, আনিস-মৃত্য়ু ছাপ ফেলল না ভোটে

বিজয় মিছিলে পারিবারিক বিবাদের আক্রশের জেরে ওই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে দাবি স্থানীয় ও তৃণমূলের কর্মী সমর্থকদের। মালদহের চাঁচোল থানার ক্ষেমপুর পঞ্চায়েতের পরাণপুর এলাকার ঘটনা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম মফিজউদ্দিন(৫৫)।

advertisement

আরও পড়ুনঃ গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ৩, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার

View More

মৃতের পরিবারের অভিযোগ যে, ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতে মফিজউদ্দিনের ভাইপো তারিকুল শেখ তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেন। সেই উপলক্ষে বুধবার বিজয় মিছিল হয় এলাকায়। বিজয় মিছিলে ছিলেন মুফিজউদ্দিন। সেই সময় ওই এলাকারই বাসিন্দা জালালউদ্দিনের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদ থামাতে যায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। মফিজউদ্দিন সেখানে ছিলেন। অভিযোগ তাঁকে লক্ষ করেই অভিযুক্তরা ইঁটের আঘাত করে মাথায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় ইতিমধ্যে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
WB Panchayat Elections Result 2023: বিজয় মিছিল বয়ে আনল দুঃসংবাদ! ফের প্রাণ কাড়ল শাসকের দুই গোষ্ঠীর ভয়ানক সংঘর্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল