আহত শিশুদের পরিবার সূত্রের খবর, এদিন দুপুরে ওই দুই শিশু বাড়ির কাছেই একটি বাঁশঝাড়ের পাশে খেলছিল। সেইসময় বাঁশঝাড়ের কাছে পড়ে থাকা একটি বোমা, বল ভেবে খেলার জন্য বাড়িতে নিয়ে চলে আসে। পরে সেই বোমা বাড়ির বারান্দায় ছুড়ে ফেলতেই সশব্দে বিস্ফোরণ! বোমা বিস্ফোরণের সময়ে ঘটনাস্থল থেকে মাত্র দু-তিন হাত দূরেই ছিল বাচ্চা দুটি। বিস্ফোরণের অভিঘাতে তাদের হাতে, মুখে ও পায়ে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে দুজন। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন ওদের পরিবারের সদস্য়েরা। ছুটে আসেন আশপাশের লোকজনও। তড়িঘড়ি আহত শিশু দুটিকে নিয়ে যাওয়া হয় গ্রামেরই প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়।
advertisement
আরও পড়ুন: One Nation One Ration Card: Free রেশন প্রাপকদের জন্য বাম্পার খবর! Modi সরকারের বিরাট সিদ্ধান্ত
আরও পড়ুন: Murshidabad News: পারিবারিক বিবাদের জের! ধারালো অস্ত্র দিয়ে কোপানো হল এক ব্যক্তিকে!
আহত শিশুর মা আর্জিনা বিবি বলেন, "খেলার জিনিস ভেবে সুতো দিয়ে বাঁধা বোমা ঘরে নিয়ে চলে এসেছিল বড় ছেলে। টিনের কৌটোর উপরে সুতো দিয়ে বাঁধা ছিল জিনিসটা। বাড়িতে এসে ওরা ওদের ঠাকুমাকে ওটা দেখায়। উনি তো বুঝতে পারেননি ওটা কী, বাইরে ফেলে দিতে বলেন, তারপর কৌটোটা উঠোনে ছুড়ে ফেলতেই বিস্ফোরণ।"
কোথা থেকে এই বোমা এল? কারাই বা তা বাঁশঝাড়ে ফেলে রেখেছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তদন্ত চলছে, জানিয়েছে পুলিশ।