TRENDING:

Train Cancel|| রবিবার বাতিল বহু ট্রেন, কিছু ট্রেনের সময় পরিবর্তন, জানুন বিস্তারিত

Last Updated:

Train cancel 13 hours: রেল লাইনের কাজের জন্য রবিবার বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: রেল লাইনের কাজের জন্য রবিবার বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। রবিবার ব্যান্ডেল-কাটোয়া বিভাগের সোমরাবাজার এবং বেহুলা স্টেশনের মধ্যে লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই এ দিন অর্থাৎ ২৯.০১.২০২৩ (রবিবার) ১৩ ঘন্টার জন্য ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা নিয়েছে রেল। তার ফলে ওই রুটে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। রেলের পক্ষ থেকে ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে:
ট্রেন বাতিল
ট্রেন বাতিল
advertisement

বাতিল

১৩৪৬৫/১৩৪৬৬ হাওড়া-মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল।

২৯.০১.২০৩২ (রবিবার) তারিখে মেল/এক্সপ্রেস ট্রেনের পুনঃনির্ধারণ:

১৩১৪১ ইউপি তিস্তা তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ থেকে ১৯.০০ টায় ছাড়বে। ১৪.৪৫ মিনিটের পরিবর্তে।

০৩০০৩ ইউপি হাওড়া-আজিমগঞ্জ স্পেশ্যাল, হাওড়া থেকে ১৮.৪০ মিনিটে ছাড়বে ১৬.০৫ মিনিটের পরিবর্তে।

advertisement

আরও পড়ুনঃ জানুয়ারির গরম ভাঙল রেকর্ড! হাওয়া অফিসের তাপমাত্রার পরিসংখ্যান আতঙ্কিত হওয়ার মতোই

মেল এক্সপ্রেস ট্রেনের ডাইভারশন:

১৫৬৪৩ আপ পুরী-কামাখ্যা এক্সপ্রেস (২৯.০১.২০২৩ তারিখে ০৭.০৫ টায় হাওড়া পৌঁছনো) ব্যান্ডেল -বর্ধমান-রামপুরহাট-নলহাটি-আজিমগঞ্জ হয়ে ব্যান্ডেল, বর্ধমান এবং রামপুরহাটে স্টপেজ দিয়ে ডাইভার্ট করা হবে।

advertisement

০২৫১৮ ডিএন গুয়াহাটি-কলকাতা গরীব রথ স্পেশাল (আজিমগঞ্জে ২৯.০১.২০২৩ তারিখে ১০.২৩ ঘণ্টায় আসবে) আজিমগঞ্জ-নলহাটি-রামপুরহাট-বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান ও রামপুরাট স্টপেজ-সহ ব্যান্ডেল হয়ে ডাইভার্ট করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

হরষিত সিংহ 

বাংলা খবর/ খবর/মালদহ/
Train Cancel|| রবিবার বাতিল বহু ট্রেন, কিছু ট্রেনের সময় পরিবর্তন, জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল