র্ঘটনায় মৃত মালদহ জেলার চাঁচল-২ ব্লকের ধানগাড়া পঞ্চায়েতের বালুয়াঘাট পূর্বপাড়ার বাসিন্দা মাশরেকুল। দেহ শনাক্ত হওয়ার পরেই মৃতদেহ ওড়িশা থেকে এসে পৌঁছয় লমালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনের কর্তা আধিকারিকেরা। এদিন রাজ্য সরকারের ঘোষণামত ৫ লক্ষ টাকার চেক প্রশাসনের কর্তারা মৃতের স্ত্রীর হাতে তুলে দেন। পাশাপাশি ট্রেন দুর্ঘটনায় মৃত রাজ্যের বাসিন্দাদের পরিবারের লোকেদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেই মত ২ লক্ষ টাকার চেক মৃতের স্ত্রীর হাতে তুলে দিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন- তাহলে কি নিছক দুর্ঘটনা নয়? রয়েছে বড় জট? সিবিআই তদন্তের সওয়ালে একাধিক প্রশ্ন
মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন, রাজ্য সরকারের নির্দেশে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কর্তারা এখানে উপস্থিত হয়েছি। রাজ্যের মন্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে। রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের যে চেক দেওয়া হয়েছে সেটি আমরা পরিবারে লোকেদের হাতে তুলে দিয়েছি। পরিবারটির সমস্ত রকম সাহায্য আমরা করতে আগামীতে উদ্যোগী হব। তিন মাসের জন্য মৃতের পরিবারের সমস্ত কিছু বহন করবেন বলে জেলা প্রশাসন জানিয়েছেন। রাজ্য সরকারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
হরষিত সিংহ