স্থানীয় মানিকচক থানার পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। মানিকচক থানার আই সি অক্ষয় পালের নেতৃত্ব বিশাল পুলিশ-বাহিনী নিরাপত্তার চাদরে মুরে ফেলে গোটা মানিকচক এলাকাকে । মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। স্পিড বোটের মাধ্যমে নদীতে অভিযান চালাচ্ছে পুলিশ কর্মীরাও।এত বড় জমায়েতকে মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরে পুলিশই ক্যাম্প করা হয়েছে।মতায়ের রয়েছে সাদা পোশাকে মহিলা পুলিশ কর্মীরা।নদীর তীরে বিশাল মেলার আয়োজন করা হয়েছে বলবাম সমিতির পক্ষ থেকে।রাস্তায় যানজট রুখতে মানিকচক ঘাটের রাস্তায় যানবাহন আজ চলাচল নিষিদ্ধ রেখেছে পুলিশ প্রশাসন। এদিন শিবরাত্রি উপলক্ষে বিশাল মেলার পরিদর্শন করে নিরাপত্তা বিষয় খতিয়ে দেখলেন মানিকচক থানার পুলিশ কর্তারা।
advertisement
Location :
First Published :
Mar 01, 2022 10:45 PM IST