TRENDING:

Malda News- মহা শিবরাত্রি উপলক্ষে মালদহর মানিকচকে গঙ্গার ঘাটে ভক্তদের ঢল

Last Updated:

শিবরাত্রি উপলক্ষে গঙ্গাঘাটে ভক্তদের ঢল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ- মহা শিবরাত্রি উপলক্ষে মালদার মানিকচকের গঙ্গার ঘটে ভক্তদের ঢল।মালদা সহ আশেপাশের জেলাগুলি থেকে হাজার হাজার ভক্ত পুণ্যস্নান ও জল নিতে আসেন। জেলার পার্শ্ববর্তী রাজ্যে থেকেও বহু ভক্তদের সমাগম হয়। প্রায় লক্ষাধিক ভক্ত ভিড় জমায় গঙ্গার ঘাটে। কেউ পরিবার সাথে আবার কেউ নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে গঙ্গায় পূর্ণস্নানের ডুপ দেয়।গঙ্গায় জল ভরে পায়ে হেটে মন্দিরের উদ্দেশ্য রওনা দেয় ভক্তরা। অধিকাংশ ভক্ত মানিকচক থেকে ইংরেজবাজারের অমৃতির শিবমন্দিরের উদ্দেশ্যে প্রায় ২৫ কিমি পায়ে হেটে রওনা দেন। এছাও জেলার বিভিন্ন প্রান্তের মন্দিরে জল ঢালতে পায়ে হেঁটে রওয়না দেন।প্রতিবছর ভক্তদের ভিড় উপচে পড়ে গঙ্গার ঘাটে।ঘাটে ভক্তদের সাহায্যার্থে মানিকচক বলবোম সমিতি রয়েছে। এই সমিতির পক্ষ থেকে মহিলাদের জন্য পোশাক পরিবর্তনের থেজে শুরু করে বিশ্রামাগার, মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে।
advertisement

স্থানীয় মানিকচক থানার পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। মানিকচক থানার আই সি অক্ষয় পালের নেতৃত্ব বিশাল পুলিশ-বাহিনী নিরাপত্তার চাদরে মুরে ফেলে গোটা মানিকচক এলাকাকে । মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। স্পিড বোটের মাধ্যমে নদীতে অভিযান চালাচ্ছে পুলিশ কর্মীরাও।এত বড় জমায়েতকে মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরে পুলিশই ক্যাম্প করা হয়েছে।মতায়ের রয়েছে সাদা পোশাকে মহিলা পুলিশ কর্মীরা।নদীর তীরে বিশাল মেলার আয়োজন করা হয়েছে বলবাম সমিতির পক্ষ থেকে।রাস্তায় যানজট রুখতে মানিকচক ঘাটের রাস্তায় যানবাহন আজ চলাচল নিষিদ্ধ রেখেছে পুলিশ প্রশাসন। এদিন শিবরাত্রি উপলক্ষে বিশাল মেলার পরিদর্শন করে নিরাপত্তা বিষয় খতিয়ে দেখলেন মানিকচক থানার পুলিশ কর্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News- মহা শিবরাত্রি উপলক্ষে মালদহর মানিকচকে গঙ্গার ঘাটে ভক্তদের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল