স্কুলে পড়াশোনার ফাঁকা নিয়মিত ড্রাগন ফলের গাছের পরিচর্যা করছে এই স্কুলের পড়ুয়ারা। সাহায্য করছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ড্রাগন চাষের পদ্ধতি থেকে পযিচর্যা সমস্ত কিছু শিক্ষক শিক্ষিকারাই পড়ুয়াদের শেখাচ্ছেন। এতে করে একদিকে খুদে স্কুল পড়ুয়ারা ড্রাগন চাষের পদ্ধতি শিখতে পারছে। পাশাপাশি তারা বাড়িতে গিয়েও এই চাষ করতে পারবে। এমনকি পুষ্টিকর এই ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়বে আশেপাশের কৃষকদের। তাই স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগ।
advertisement
আরও পড়ুন: ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, বারুইপুরে গ্রেফতার ৬ ডাকাত
মালদহের শোভানগর হাইস্কুলের পড়ুয়ারা স্কুল ভবনের ছাদে ড্রাগন ফলের বাগান তৈরি করে নজির তৈরি করেছে। ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা সেন জানিয়েছে, ড্রাগন ফল চাষ করে আমাদের খুব ভাল লাগছে। নিজেরাই গাছের পরিচর্যা করেছি, সেই গাছের ফল আমরা খাচ্ছিও। এটা দুর্দান্ত অনুভূতি। আমাদের এই ফল চাষে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষিকারা সাহায্য করেছেন। চারা পেলে আগামীতে আরও ড্রাগন চাষ করব। টিফিন ও ফাঁকা সময়ে আমরা এই গুলোগুলোর পরিচর্যা করি।
মালদহের ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রামে অবস্থিত শোভানগর হাইস্কুল। এই স্কুলের পরিবেশ আর পাঁচটা স্কুলের থেকে আলাদা। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য পার্শ্ব শিক্ষকদের সহযোগিতায় স্কুল ক্যাম্পাস এক অন্য মাত্রা পেয়েছে। এবার সেই স্কুলের মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। স্কুলের খুদে পড়ুয়াদের ফল চাষের প্রশিক্ষণ দিয়ে নজির সৃষ্টি করেছে।
ড্রাগন ফল একটি পুষ্টিকর খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ফল চাষ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে কৃষকদের। এ ফল চাষ করে লাভবান হয়েছেন অনেকে। তাই স্কুল কর্তৃপক্ষ এলাকার সাধারণ মানুষের মধ্যে ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়াতে এমন পরিকল্পনা নিয়েছিল। স্কুলের পড়ুয়ারা এই ড্রাগন বাগান তৈরি করলে আশেপাশের বাসিন্দারাও তা জানতে পারবেন। এমনকি পড়ুয়ারা গাছের চারা লাগানো থেকে শুরু করে পরিচর্যা সমস্ত কিছু শিখে পরিবারের লোকেদেরও শেখাতে পারবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই স্কুলের এমন উদ্যোগ। স্কুল ভবনের ছাদে আগামীতে বিশাল বড় করে ড্রাগন ফলের বাগান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শোভানগর হাই স্কুল। স্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস বলেন, এই ফল চাষের উদ্দেশ্য দুটি ছিল আমাদের। এক এই ফল চাষ ও পরিচর্যা সম্পর্কে পড়ুয়াদের ধারণা দেওয়া। দ্বিতীয়ত পুষ্টিকর এই ড্রাগন চাষ এখন বিভিন্ন জায়গায় হচ্ছে। এই এলাকার কৃষকদের মধ্যে ড্রাগন চাষের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ।
হরষিত সিংহ