আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে সচেতনতাই সার, মহকুমা সদরেই মশার আঁতুরঘর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোলের আহোড়া এলাকার পাঁচ কৃষক টোটো রিজার্ভ করে গাজোলে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। পেছন থেকে একটি পণ্য বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে। লরির ধাক্কায় টোটোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশেপাশের বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আহতদের উদ্ধার করে। এরপর দ্রুত স্থানীয় গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। টোটো চালক সহ দুই গুরুতর জখমের মালদহ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে।
advertisement
মর্মান্তিক এই পথ দুর্ঘটনার জেরে এদিন ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকাজুড়ে। মৃতরা হলেন ননীগোপাল বিশ্বাস (৪৮), দীপেন রায় (৩৬), সুরঞ্জন বিশ্বাস (৪৫) ও পরান বিশ্বাস(৪৫)। গুরুতর আহত কমল বিশ্বাস ও টোটো চালক সুনীল সরকার। দুর্ঘটনায় মৃত ও জখমদের বাড়ি গাজোলের আহড়ার গৌরাঙ্গপুর এলাকায়।
হরষিত সিংহ