TRENDING:

Malda News|| নদীর চরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কুমির! কোথা থেকে এল! ভাইরাল ভিডিও

Last Updated:

Malda Crocodile Viral Video: নদীর চরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে আস্ত কুমির। নদীর জলে শরীরের অর্ধেক ডুবে রয়েছে। মুখ পর্যন্ত দেখা যাচ্ছে। শুক্রবার দুপুরে হঠাৎ এমন দৃশ্য দেখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: নদীর চরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে আস্ত কুমির। নদীর জলে শরীরের অর্ধেক ডুবে রয়েছে। মুখ পর্যন্ত দেখা যাচ্ছে। শুক্রবার দুপুরে হঠাৎ এমন দৃশ্য দেখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। নদীর অপর প্রান্তে ভিড় জমতে থাকে উৎসাহিত জনতার।
advertisement

মালদহের মানিকচকের কাঞ্চনটোলা এলাকার ঘটনা। শুক্রবার দুপুরে এই গ্রামের পাশে কালিন্দ্রি নদীতে কুমিরকে দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে মালদহ বন দফতরের আধিকারিক এবং মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সাধারণ মানুষ নদীর তীরে ভিড় করতে থাকায় কুমিরটি জলের গভীরে চলে যায়। বন দফতরের কর্তারা সতর্ক করতে থাকেন স্থানীয়দের।

আরও পড়ুনঃ প্রিয় হেড স্যারকে বদলি করা যাবে না! পড়ুয়াদের বেনজির কাণ্ড! জানলে নিজেরাই হতবাক হবেন

advertisement

নদীতে নামতে বারন করা হয় গ্রামের বাসিন্দাদের। বন বিভাগের তরফ থেকে জানানো হয় যাতে নদীতে কেউ স্নান না করে। কুমিরটির পর নজরদারি চালাচ্ছে বন দফতর। যতদিন পর্যন্ত কুমিরটি এখানে থাকবে নজরদারি চালানো হবে। বন দফতরের কর্তাদের প্রাথমিক অনুমান খাবারের সন্ধানে কুমিরটি এই নদীতে চলে এসেছে।

View More

গঙ্গা বা অন্য কোনও বড় নদী থেকে এই ছোট নদীতে আসতে পারে বলে অনুমান। নজরদারি চালিয়ে সেই কুমিরকে আবারও বড় নদীর দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News|| নদীর চরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কুমির! কোথা থেকে এল! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল