মালদহের মানিকচকের কাঞ্চনটোলা এলাকার ঘটনা। শুক্রবার দুপুরে এই গ্রামের পাশে কালিন্দ্রি নদীতে কুমিরকে দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে মালদহ বন দফতরের আধিকারিক এবং মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সাধারণ মানুষ নদীর তীরে ভিড় করতে থাকায় কুমিরটি জলের গভীরে চলে যায়। বন দফতরের কর্তারা সতর্ক করতে থাকেন স্থানীয়দের।
আরও পড়ুনঃ প্রিয় হেড স্যারকে বদলি করা যাবে না! পড়ুয়াদের বেনজির কাণ্ড! জানলে নিজেরাই হতবাক হবেন
advertisement
নদীতে নামতে বারন করা হয় গ্রামের বাসিন্দাদের। বন বিভাগের তরফ থেকে জানানো হয় যাতে নদীতে কেউ স্নান না করে। কুমিরটির পর নজরদারি চালাচ্ছে বন দফতর। যতদিন পর্যন্ত কুমিরটি এখানে থাকবে নজরদারি চালানো হবে। বন দফতরের কর্তাদের প্রাথমিক অনুমান খাবারের সন্ধানে কুমিরটি এই নদীতে চলে এসেছে।
গঙ্গা বা অন্য কোনও বড় নদী থেকে এই ছোট নদীতে আসতে পারে বলে অনুমান। নজরদারি চালিয়ে সেই কুমিরকে আবারও বড় নদীর দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকেরা।
হরষিত সিংহ