এবার পুজোয় রাস্তার উপর তোরণ তৈরিতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মালদহের ইংরেজবাজার পুরসভার। ইতিমধ্যে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, পুরসভার অনুমতি ছাড়া কোনও রাস্তার উপরে তোরণ বা গেট তৈরি করতে পারবেন না পুজা উদ্যোক্তারা।
আরও পড়ুন- মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে মন্ত্রী
কোনও রাস্তার ওপর গেট তৈরি করতে হলে গেট তৈরির সমস্ত তথ্য পুরসভার কাছে দিতে হবে। গেটের উচ্চতা দৈর্ঘ্য, প্রস্থ সমস্ত কিছুই জানাতে হবে পুরো কর্তৃপক্ষকে। পুরসভা কে না জানিয়ে কোনওরকম তোরণ তৈরি করলে তা সরকারিভাবে খুলে দেওয়ার নির্দেশ পর্যন্ত দিতে পারে পুর কর্তৃপক্ষ।
advertisement
ইতিমধ্যে ইংরেজ বাজার পুরসভার পক্ষ থেকে মালদহ শহরের রাস্তায় তৈরি হওয়া একাধিক তোরণ ও গেটগুলি পরিদর্শন করা হচ্ছে। যে সমস্ত গেট ও তরুণ পুরসভার অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে সেগুলি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে কর্তৃপক্ষকে।
পাশাপাশি পুরসভার পক্ষ থেকে বিজ্ঞাপন সংক্রান্ত তোরণ গুলিতে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞাপনে একশো শতাংশ জুড়ে কোনও সংস্থা বা বিপণির বিজ্ঞাপন দেওয়া যাবে না।
পুরসভার থেকে নিয়ম করে দেওয়া হয়েছে, কোওন বিজ্ঞাপনের তোরণে ৫০ শতাংশ পুজো উদ্যোক্তা বা ক্লাবগুলির নাম রাখতে হবে। বাকি ৫০ শতাংশ এলাকা জুড়ে থাকবে বিজ্ঞাপন। সরকারি নিয়ম না মানলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
পূজোর প্রায় এক মাস থেকে শুরু হয়ে যায় মালদহ শহরের রাস্তায় বিভিন্ন গেট ও তোরণ তৈরির কাজ। ইতিমধ্যে মালদহ শহরের বিভিন্ন রাস্তায় অনুমতি ছাড়াই একাধিক গেট তৈরি করেছে পুজো উদ্যোগতারা। সাধারণ মানুষের সুবিধার জন্য ইতিমধ্যে বেআইনি গেট গুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুরু করেছে পুরসভা।
আরও পড়ুন- অমানবিক! ৮০ বছরের মা-কে তিন দিন জল-খাবার না দিয়ে রাখল ছেলে
সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতেই পুরসভার এমন উদ্যোগ। এমনকি পুজোর পরেও দীর্ঘদিন ধরে রাস্তার উপরে থাকে সেই গেট গুলি। যান চলাচল থেকে সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হয়। রাস্তা ছোট হয়ে থাকায় তীব্র যানজট সৃষ্টি হয় একাধিক রাস্তায়। এই সমস্ত সাধনা সমস্যা দূর করতেই পুরসভার এমন উদ্যোগ
হরষিত সিংহ





