আধুনিক যন্ত্র চালিত টোটো তে যাতায়াত করতে অনেক সময় বেঁচে যাচ্ছে, এমন কি সহজে টোটো করেও বিভিন্ন সামগ্রী এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া যাচ্ছে। তাই নতুন আসতেই যেন হারিয়ে যাচ্ছে সেই পুরাতন যোগাযোগের মাধ্যম। এমনটাই ঘটছে প্রবীণ প্যাডেল ভ্যান চালকদের জীবনে। বর্তমান সময়ে ঝকঝকে ব্যাটারি চালিত গাড়ির রমরমাই কোথাও যেন হারিয়ে গিয়েছে সেই প্যাডেল টানা ভ্যানের কদর। যার ফলে কাজ হারিয়েছে বহু ভ্যান চালক।
advertisement
আরও পড়ুনঃ ভাড়া বাড়িতে চলছিল পঞ্চায়েত অফিস! অবশেষে মিলছে নতুন ভবন
মালদহের রতুয়া ট্যাক্সি স্ট্যান্ডে পাশে জায়গাটি ভ্যান স্ট্যান্ডের নামেই পরিচিত। এক সময় প্রায় ৪০ থেকে ৫০ খানা প্যাডেল ভ্যান দাঁড়িয়ে থাকতো। রতুয়ার বিভিন্ন প্রান্তে ভাড়া নিয়ে যেতেন ভ্যান চালকেরা। সময়ের সাথে কদর কমেছে। তাই এখন ভ্যান স্ট্যান্ড ফাঁকা হয়ে গিয়েছে। বর্তমানে মাত্র কয়েকজন ভ্যান চালককেই দেখতে পাওয়া যায়, সে জায়গায় বর্তমান বাজারে রমরমা টোটো এবং অটোর। শুধু রতুয়া নয় জেলার বিভিন্ন প্রান্তের ভ্যান স্ট্যান্ড গুলির অবস্থা এখন এমনি করুন।
আরও পড়ুনঃ নীচু জমিতে জমে জল! সরষে চাষে মাথায় হাত জেলার কৃষকদের!
রোজগার নেই, তাই বাধ্য হচ্ছেন অনেকেই এই পেশা ছাড়তে। তবে অনেকেই টাকার অভাবে বদলাতে পারেনি নিজের পুরনো পেশা। রোজগার নেই, তবুও দিন ভর ভ্যান নিয়ে অপেক্ষায় থাকেন, দিনে সামান্য কিছু উপার্জনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আগামীতে ধীরে ধীরে হয়তো হারিয়ে যাবে প্যাডেল চালিত এই ভ্যান। স্মৃতি হয়ে বেঁচে থাকবে ভ্যানচালকদের মনের মধ্যে।
Harashit Singha