Malda News: নীচু জমিতে জমে জল! সরষে চাষে মাথায় হাত জেলার কৃষকদের!

Last Updated:

সময়ের পরে বর্ষা মালদহে। এখনো জেলার নীচু জমিতে জল জমে রয়েছে। খরিফ মরশুমে সরিষা চাষ করতে সমস্যায় পড়েছেন জেলার কৃষকদের একাংশ। এদিকে দেরিতে বর্ষা হওয়ায় এখনো আমন ধান কাটা হয়নি। নভেম্বর মাস থেকেই মালদহে শুরু হয় সরিষা চাষ। এই বছর ব্যতিক্রম।

+
title=

#মালদহ : সময়ের পরে বর্ষা মালদহে। এখনো জেলার নীচু জমিতে জল জমে রয়েছে। খরিফ মরশুমে সরিষা চাষ করতে সমস্যায় পড়েছেন জেলার কৃষকদের একাংশ। এদিকে দেরিতে বর্ষা হওয়ায় এখনো আমন ধান কাটা হয়নি। নভেম্বর মাস থেকেই মালদহে শুরু হয় সরিষা চাষ। এই বছর ব্যতিক্রম। সরিষা চাষ করতে কৃষকেরা জমির জমা জল সেচের ম্যাধ্যমে অন্যত্র ফেলছেন। জল সেচের পর জমির কাদা না শুকালে চাষ করা সম্ভব নয়।
তাই জল সেচের পরেও বেশ কিছু দিন অপেক্ষা থাকতে হবে। দেরিতে সরিষা চাষ শুরু হলে অনেক সমস্যায় পড়বেন কৃষকেরা। কারণ সরিষা চাষের পর ওই জমিতে বোরো ধান চাষ করেন। দেরিতে সরিষা পাকলে ভোর ধান চাষ হবে না। আবার শীত বেশি পড়লে সরিষা ভালো হবে  না। তাই এই বছর সমস্যায় পড়েছেন বহু কৃষক। মালদহ জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে মালদহ জেলায় মোট ৩৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়।
advertisement
আরও পড়ুনঃ হাজারের বেশি ঝরনা কলম মজুত! ফাউন্টেন পেন ডে-তে দেখালেন গ্রন্থাগার কর্মী
এই বছরেও কৃষি দফতরের তরফ থেকে একই লক্ষমাত্রা রাখা রয়েছে। মালদহ সদর মহাকুমা এলাকায় জমিতে জল থাকায় চাষ শুরু হয়নি তেমন ভাবে। তবে চাঁচল মহাকুমা এলাকায় চাষ ব্যাপক ভাবে শুরু হয়েছে। ওই এলাকায় জল না থাকায় কৃষকেরা চাষ শুরু করেছে। মালদহ সদর এলাকায় যে সমস্ত উঁচু জমি পতিত পড়ে রয়েছে সেগুলি তেই কিছু কৃষক চাঢ়ষ শুরু করেছেন। কৃষকদের একাংশের অভিযোগ চলতি মরশুমে বৃষ্টির জল এখনো জমিতে জমে রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নর্দমা তৈরির কাজে দূর্নীতির অভিযোগ! জেলা শাসকের দ্বারস্থ হলেন গ্রামের বাসিন্দারা
জল নিকাশের কোন ব্যবস্থা নেই। কৃষি দফতর বা প্রশাসনের তরফ থেকেও কোনরকম সাহায্য করা হচ্ছে না। এমন পরিস্থিতিতে সমস্যায় পড়তে হচ্ছে। এবছর দেরিতে বৃষ্টিপাত হওয়ায় বেশ কিছু এলাকায় আমন ধান চাষ হয়নি। আবার যদি সরিষা চাষ না হয় তাহলে সমস্যায় পড়তে হবে কৃষকদের।
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: নীচু জমিতে জমে জল! সরষে চাষে মাথায় হাত জেলার কৃষকদের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement