গোটা ঘটনা জানতে পেরেই বেঁকে বসেছেন নতুন বউয়ের পরিবারবর্গ ৷ নববধূ স্বামীর ঘরে ফিরে যাবেন না কিনা তা রহস্যের দানা বেঁধেছে৷ গোটা ঘটনা ঘিরে আলোড়ন ছড়ায় পুরাতন মালদহ পুরসভার মঙ্গলবাড়ি এলাকায়৷ জানা গিয়েছে, ধৃত জামাইয়ের নাম পলাশ দাস (২৫)৷ বাড়ি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়৷ এদিন নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে ঘুরতে যান ওই যুবক। আর সেখানেই পুলিশ হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন : গৃহত্যাগের ১০ বছর পর সাধুর ছদ্মবেশে বাড়ি ফিরে নৃশংস ভাবে স্ত্রীকে খুন করলেন ব্যক্তি
ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হল পুরাতন মালদহ পুরসভার মঙ্গলবাড়ি এলাকায়। নতুন জামাইকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কারণ হিসেবে উঠে আসে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। সেই মামলা করেছেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন মালদহ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও ধৃত যুবকের দাবী, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে।
