পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবককের নাম রফিকুল সবজি। বাড়ি মালদহ শহরের বক্ষাটুলি এলাকায়। পেশায় টোটো চালক। বৃহস্পতিবার বক্ষাটুলি এলাকায় এক যুবকের মোবাইল চুরি হয়। প্রতিবেশীরা রফিকুলকে সন্দেহ করে। তারপর তাকে আটক করে রাখে স্থানীয় একটি ক্লাবে। সেখানে তাকে মারধোর করা হয়। চুরির কথা অস্বীকার করলেও চলে প্রহার। পরিবারের লোকেদের অভিযোগ ক্লাবের মধ্যে পিটিয়ে খুন করে অভিযুক্তরা। তারপর পুরাতন মালদহর মঙ্গলবাড়ি এলাকায় মহানন্দার তীরে দেহটি ঝুলিয়ে দেয়। শুক্রবার সকালে পুলিশ দেহটি উদ্ধার করে। তারপর থেকেই পরিবারের লোকেরা খুনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে। বিকেলে দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তারপর দেহটি পোস্ট অফিস মোড়ে নিয়ে এসে বিক্ষোভ শুরু করে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। প্রায় ৩০ মিনিট বিক্ষোভের পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
Harashit Singha