মূলত উত্তর-পূর্ব ভারতের হিমাচল প্রদেশ ও সংলগ্ন এলাকার পোশাক ব্যবসায়ীরা এই বাজার নিয়ে আসেন মালদায়। হিমাচল প্রদেশের স্থানীয় গরম পোশাক মালদহের বাজারে বিক্রি করেন। সাধারণত এই ধরনের পোশাক অন্যান্য বাজারে পাওয়া যায় না তাই প্রতি বছর এই অস্থায়ী বাজার বসতেই জেলার সাধারণ মানুষ ভিড় করেন এখানে।
আরও পড়ুন: গভীর রাতে চিৎকার! গ্রামে হানা দিয়েছে ভাল্লুকের দল! সঙ্গে সন্তান! দেখুন ভিডিও
advertisement
এক দাম হলেও উন্নতমানের পোশাক পাওয়া যায় এখানে। যা শীতে খুবই কার্যকারী। তাই সাধারণ মানুষ এখানে ভিড় করে পোশাক কেনেন। দুর্গা পুজোর পর থেকেই এখানে বাজার বসাতে শুরু করেন ভিন রাজ্যের ব্যবসায়ীরা। গোটা শীতের মরশুম পর্যন্ত চলে বাজার। ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেচাকেনা হয়ে থাকে তারপর ব্যবসায়ীরা আবার ফিরে চলে যান।
advertisement
হরষিত সিংহ
Location :
First Published :
November 11, 2022 10:32 PM IST