২০২১ সালের ১৯ জুন পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় জড়িত মহম্মদ আসিফ খানের নাম সংবাদের শিরোনামে উঠে এসেছিল। এবার সেই ঘটনাকে কেন্দ্র তৈরি হয়েছে সিনেমা, যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমার সেই পোষ্টার। সিনেমার নাম দেওয়া হয়েছে ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’। সিনেমার শ্যুটিং হয়েছে কালিয়াচকের বিভিন্ন জায়গায়। শ্যুটিং প্রায় শেষের দিকে। শিঘ্রই মুক্তি পাবে সিনেমার অফিসিয়াল ট্রেলার। সিনেমাতে ৫০ জনের বেশি শিল্পী অভিনয় করেছেন। কলকাতা ও মালদহের কলাকুশলীরা এই সিনেমায় অভিনয় করেছেন।
advertisement
মালদহ ও কলকাতার একটি প্রোডাকশন হাউজের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই সিনেমা। সিনেমার মূল অভিনেতা তথা কর্মকর্তা অসীম আখতার বলেন, ” কালিয়াচক নামটা সবাই শুনেছেন। কালিয়াচকের এই ঘটনাকে বেছে নেওয়ার উদ্দেশ্য হল, মানুষ যাতে সমাজের প্রতি এবং নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি যত্নবান হন। তবে সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি হলেও, মূল চিত্রনাট্য কাল্পনিক। কালিয়াচকের নাম শুনলেই মানুষ ভয় পান। অনেকেই ভাবেন, কালিয়াচকে শুধু বেআইনী,অবৈধ কাজ হয়। গ্যাংস্টারদের বসবাস। কিন্তু কালিয়াচকেরও একটা আলাদা রূপ আছে। আমরা সেটাও এই ছবিতে তুলে ধরেছি। সিনেমার অধিকাংশ অভিনেতা মালদহ জেলার। এই জেলার ছেলে-মেয়েদের প্রতিভা তুলে ধরতেই এমন উদ্যোগ।” ছবির পরিচালক কলকাতার রাতুল বন্দ্যোপাধ্যায়।
হরষিত সিংহ