TRENDING:

Malda News: রাবণ বধ আর বাজির রোশনাইয়ে দশেরা উৎসবে মাতল মালদহবাসী! দেখুন ভিডিও

Last Updated:

Malda News:  দশেরা উৎসবে মেতে উঠল মালদহ। দশমীর সন্ধ্যায় রাবণ বধের মধ্যে দিয়ে পালিত হল দশেরা উৎসব। দেখুন ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: দশেরা উৎসবে মেতে উঠল মালদহ। দশমীর সন্ধ্যায় রাবণবধের মধ্যে দিয়ে পালিত হল দশেরা উৎসব। বিভিন্ন প্রকার বাজি ফাটানো হয়। বাজী ফাটানো দেখতে এদিন প্রচুর মানুষ ভিড় করেন মালদহ শহরের ডিএসএ ময়দানে। প্রতিবছর এই মাঠেই অনুষ্ঠিত হয় দশেরা উৎসব।মালদহ কালিতলা ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরের মত এই বছরও জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হলো দশেরা উৎসব।
advertisement

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতির সিংহানিয়া , পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেন খান চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন এছাড়াও ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান,কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্যরা।

এই দশরা উৎসবে বিকেল থেকেই মালদহ জেলা ক্রিয়া সংস্থার মাঠ নাচে গানে ভরে ওঠে। প্রায় কয়েক হাজার দর্শনার্থীরা এই দশেরা উৎসবের অংশগ্রহণ করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। তারপরেই শুরু হয় রাবণ বধ উৎসব। বিভিন্ন শব্দ বাজির মাধ্যমে আলোকিত হয়ে ওঠে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠ। এই উৎসবকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে চারিধারে পড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রাবণ বধ আর বাজির রোশনাইয়ে দশেরা উৎসবে মাতল মালদহবাসী! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল