গাছের শুকনো ডাল কাঠ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। ছোট বড় বিভিন্ন পাখির বাসা থেকে শুরু করে পশু পাখির থাকার আদলে তৈরি করা হয়েছে প্রতিমা। প্রতিমার মধ্যেও রয়েছে প্রকৃতির ছোঁয়া। পদ্ম ফুলের ওপরে রয়েছেন দেবী দুর্গা। দেবী দুর্গাকে এখানে প্রকৃতির দেবী হিসাবে দেখানো হয়েছে থিমের মাধ্যমে। প্রতিবছর মালদহের কুতুবপুর হিমালয় সংঘ নানান থিমের পুজো করে থাকেন।
advertisement
আরও পড়ুনঃ চতুর্থী থেকেই মানুষের ঢল! মালদহের একাধিক পুজোর উদ্বোধনে সেলিব্রেটিরা
এ বছরও তাদের নিত্য নতুন চিন্তাভাবনা। তাদের এবারের থিমের মূল আকর্ষণ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি মন্ডপ।এবছর তাদের পুজো বাজেট ৭ লক্ষ টাকা। অল্প বাজেটের পুজো হল প্রতিবছর নিত্যনতুন চিন্তা ভাবনার থিমের পুজো করে চমক দিয়ে থাকে দর্শনার্থীদের। উদ্যোক্তারা আশাবাদী এ বছরও তাদের নতুন থিমের পুজো দেখতে ভিড় করবেন জেলা তথা শহরের সাধারণ মানুষ।
Harashit Singha