এবারও ঋণের টাকা নিয়ে একসাথে শশা চাষ করেছিলেন ৩ কৃষক। শুক্রবার সকালে দুই বিঘা জমি শশার গাছগুলি কেটে পড়ে থাকতে দেখে গ্রামের বাসিন্দারা। প্রতিবেশীরা খবর দেয় জমির মালিকদের। ছুটে এসে দেখেন তাদের জমির সমস্ত শশা গাছ কেটে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। দুই বিঘা জমির সমস্ত ফসল কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা সামনে আসতেই মাথায় হাত পড়েছে চাষীদের। এই বিষয়ে মানিকচক থানার পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষক জয়ন্ত মন্ডল বলেন, "শুক্রবার এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি আমার জমির ফসল কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা। ছুটে এসে দেখি জমির সমস্ত ফসল কেটে ফেলে দিয়েছে। আমি ঋণ নিয়ে এবার শশা চাষ করেছিলাম। আমার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হলো। এ বিষয়ে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি চাই পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি দিক।" মানিকচক ব্লকের বেগমগঞ্জ গ্রামের অধিকাংশ কৃষক চাষাবাদ করেন ঋণের টাকা নিয়ে। কি কারণে এই তিন কৃষকের ফসল দুষ্কৃতীরা নষ্ট করল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফসল কেটে ফেলে দেওয়ায় তিন কৃষকের সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবার।
advertisement