মালদহের গাজলের আদর্শ পল্লী বাসিন্দা কৌশিকী সরকারের বাবা মৃণাল কান্তি সরকার একজন সহ শিক্ষক। তিনি গাজলের আলাল হাই স্কুলে শিক্ষকতা করেন। মা চন্দ্রীকা লাহা প্রাথমিক স্কুলের শিক্ষিকা। কৌশিকীরা দুই ভাই বোন। ভাই ছোট। বাবা-মার কাছে পড়াশোনা ছাড়াও গৃহশিক্ষকের কাছে নিয়মিত পড়তো কৌশিকী। সমস্ত বিষয় তাকে পড়তে ভালো লাগে। তবে সবথেকে পছন্দের বিষয় ইতিহাস। মাধ্যমিক দেওয়ার পরেই বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেছে। আগামীতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে।
advertisement
পড়াশুনা ছাড়াও অবসর সময়ে কৌশিকী নিয়মিত গান ও আবৃত্তি করে। তবে অধিকাংশ সময়ই পড়াশোনার দিকে মনোযোগী বেশি। তার এমন সাফল্যের খুশি বাবা মৃনাল কান্তি সরকার। বাবা মৃণাল কান্তি সরকার বলেন, মেয়ে ভাল রেজাল্ট করবে এটা ভেবেছিলাম। তবে দ্বিতীয় স্থান অধিকার করবেই তা ভাবিনি। আমি খুব খুশি।
কৌশিকী সরকার বলেন, আমি খুব খুশি। ভাল রেজাল্ট হবে ভেবেছিলাম। তবে দ্বিতীয় হয়ে যাব তা কোনদিনই ভাবিনি। পরীক্ষা খুব ভাল হয়েছিল। আগামীতে আমি একজন ভাল চিকিৎসক হতে চাই। এখন থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেছি।