তার একদিন আগেই মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছল বন্দে ভারত স্লিপার কোচ। ইতিমধ্যেই কোচের রেকগুলি পরিদর্শন করেন মালদহের ডিআরএম-সহ রেলের টেকনিক্যাল ডিভিশনের কর্তারা। ট্রেনের কামরাগুলি পর্যবেক্ষণের পাশাপাশি পরিচ্ছন্নতা, নিরাপত্তার বিষয়গুলিও খতিয়ে দেখা হয় এদিন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজে উঠেছে মালদহ টাউন স্টেশনও।
advertisement
পূর্ব রেলওয়ে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, শনিবার দুপুর ১টা নাগাদ ফ্ল্যাগ উড়িয়ে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে বন্দে ভারত স্লিপার কোচের সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার এবং অসমের বনগাগাঁও ও কামরূপ মেট্রোপলিটান জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে। যার মধ্যে ১১টি থ্রি টায়ার এসি, চারটি টু টায়ার এসি এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবে একসঙ্গে।
