কৃত্রিম পাখির বাসা তৈরির পরিকল্পনা নিয়েছে মালদহ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ ও এনএসএস ইউনিট। কলেজ পড়ুয়া মহম্মদ ইফতেখার আহমেদ বলেন, শহরে গাছ কেটে তৈরি হচ্ছে কংক্রিটের বিল্ডিং। পাখিদের বসবাসযোগ্য জায়গা নেই। আমাদের কলেজ ক্যাম্পাসে অনেক গাছ রয়েছে। তাই আমরা গাছে গাছে কৃত্রিম পাখির বাসা বেধে দিচ্ছি। আশা করছি পাখিরা এখানে এসে থাকবে।
advertisement
আরও পড়ুন: যোগা প্রতিযোগিতায় বড় সাফল্য জেলায়! নবম শ্রেণির পড়ুয়ার হাত ধরে এল সোনার পদক
মালদহ কলেজ ক্যাম্পাস প্রায় ৫২ বিঘা জমির উপর। কলেজ ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন প্রজাতির বড় ছোট গাছ। সবুজে ঘেরা মালদহ কলেজ ক্যাম্পাস। তাই কলেজের পড়ুয়ারা পাখিদের ঘর ফেরাতে ক্যাম্পাসের গাছে গাছে কৃত্রিম বাসা তৈরি করে দিচ্ছে। মালদহ কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য বলেন,গাছ না থাকায় পাখি থাকতে পারছে না অনেক পাখি এখন প্রায় বিলুপ্ত।পাখিদের বসবাস উপযোগী পরিবেশ করে দিতে কলেজ ক্যাম্পাসের গাছগুলিতে কৃত্রিম বাসা তৈরি করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
হরষিত সিংহ