মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় শ্রীরামপুর গ্রামে। সেখানে একটি গোপন ডেরায় এই ব্রাউন সুগার তৈরির কাজ চলত। মাটির নিচে ছিল কারখানা।
আরও পড়ুন: টাকা বরাদ্দ হয়েও ফিরে যায়, শীতলকুচির আইটিআই কলেজের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে
সেই কারখানা থেকে পুলিশ উদ্ধার করেছে ৪০ টি ক্লোরাইড বোতল, ১৮২ কেজি সোডিয়াম সালফেট অ্যানহাইড্রাস, তিনটি প্লাস্টিকের পাত্র, "জ্যাম কর্ড" (স্থানীয় নাম) ৫০০ গ্রাম, একটি বড় সাইজের অ্যালুমিনিয়ামের টব, একটি স্টিলের পাত্র, দুইটি প্লাস্টিকের বালতি, দুইটি সাদা কাপড়, একটি বাঁশ, প্লাস্টিকের মগ ও স্টিলের চামচ।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, এই সমস্ত সামগ্রী দিয়েই ব্রাউন সুগার তৈরি করা হত। তবে এখানে থেকে ব্রাউন সুগার উদ্ধার হয়নি। এই ঘটনার পেছনে তিনজন জড়িত আছে অনুমান পুলিশের। ইতিমধ্যে তাদের খোঁজে শুরু হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে কালিয়াচক থানার পুলিশের পক্ষ থেকে।
এতদিন ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এবার তার কারখানার হদিস মেলায় জল্পনা তুঙ্গে উঠেছে।
হরষিত সিংহ