রোগীর আত্মীয়দের মারধোর করার অভিযোগে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। যদিও স্বাস্থ্য সাথী কার্ড না নেওয়ায় অভিযোগ স্বীকার করেছে কর্তৃপক্ষ । তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কোন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ড নিতে অস্বীকার করার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন জেলাশাসক।
advertisement
আরও পড়ুন: ই-রেশন কার্ড কী, কেমন তার আবেদন পদ্ধতি, পরিষেবাই বা পাবেন কারা! জেনে নিন বিস্তারিত
উল্লেখ, গত ৫ই ডিসেম্বর হঠাৎ করে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন মালদহের মানিকচক থানার নাজিরপুরের বাসিন্দা আহাদ মোমিন। পরিবারের লোকেরা তাকে মালদহ শহরের ইংরেজবাজার শহর সংলগ্ন যদুপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। কিন্তু ওই রোগীকে নার্সিংহোম থেকে রিলিজ করার সময় স্বাস্থ্য সাথী কার্ড নিতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ।
আরও পড়ুন: রোজগারের দারুন উপায়! শীতের মরশুমে ফল আর শাক-সবজি চাষ করেই হয়ে যেতে পারেন মালামাল!
এরই প্রতিবাদ করেন রোগীর আত্মীয়রা। অভিযোগ সেই সময় রোগীর আত্মীয়কে মারধোর করা হয়।এমনকি মোবাইল ফোন এবং ২০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে হেনস্থার স্বীকার হলে রোগীর পরিবার এর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়।অপরদিকে অস্ত্রোপচার না হলে স্বাস্থ্য সাথী কার্ড নেওয়া সম্ভব নয়, এমনটা জানিয়েছেন ওই নার্সিংহোমের ম্যানেজার গোপাল নন্দী। যদিও মারধর এবং ছিন্তাইয়ের ঘটনার কথা অস্বীকার করেছেন তিনি।তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।কোন নার্সিংহোম ও হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ড না নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে জানিয়েছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া।
হরষিত সিংহ