TRENDING:

Malda News: স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভি‌যোগ! মালদহে চাঞ্চল্য

Last Updated:

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা না দেওয়ায় অভিযোগ উঠল নার্সিংহোমের কতৃপক্ষের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা না দেওয়ায় অভিযোগ উঠল নার্সিংহোমের কতৃপক্ষের বিরুদ্ধে। এমনকি স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে রোগীর পরিবারের লোকেদের হেনস্থা করার অভিযোগ মালদহের একটি বেসরকারি নার্সিংহোমের কর্মীদের বিরুদ্ধে।
advertisement

রোগীর আত্মীয়দের মারধোর করার অভিযোগে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। যদিও স্বাস্থ্য সাথী কার্ড না নেওয়ায় অভিযোগ স্বীকার করেছে কর্তৃপক্ষ । তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কোন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ড নিতে অস্বীকার করার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন জেলাশাসক।

advertisement

আরও পড়ুন: ই-রেশন কার্ড কী, কেমন তার আবেদন পদ্ধতি, পরিষেবাই বা পাবেন কারা! জেনে নিন বিস্তারিত

উল্লেখ, গত ৫ই ডিসেম্বর হঠাৎ করে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন মালদহের মানিকচক থানার নাজিরপুরের বাসিন্দা আহাদ মোমিন। পরিবারের লোকেরা তাকে মালদহ শহরের ইংরেজবাজার শহর সংলগ্ন যদুপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। কিন্তু ওই রোগীকে নার্সিংহোম থেকে রিলিজ করার সময় স্বাস্থ্য সাথী কার্ড নিতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: রোজগারের দারুন উপায়! শীতের মরশুমে ফল আর শাক-সবজি চাষ করেই হয়ে যেতে পারেন মালামাল!

এরই প্রতিবাদ করেন রোগীর আত্মীয়রা। অভিযোগ সেই সময় রোগীর আত্মীয়কে মারধোর করা হয়।এমনকি মোবাইল ফোন এবং ২০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে হেনস্থার স্বীকার হলে রোগীর পরিবার এর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়।অপরদিকে অস্ত্রোপচার না হলে স্বাস্থ্য সাথী কার্ড নেওয়া সম্ভব নয়, এমনটা জানিয়েছেন ওই নার্সিংহোমের ম্যানেজার গোপাল নন্দী। যদিও মারধর এবং ছিন্তাইয়ের ঘটনার কথা অস্বীকার করেছেন তিনি।তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।কোন নার্সিংহোম ও হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ড না নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে জানিয়েছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভি‌যোগ! মালদহে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল