কিন্তু সমস্যার সমাধান আর হলো কই? নিম্নচাপের জেরে কয়েকদিনের একটানা বৃষ্টিতেই মুখ থুবড়ে পড়লো হাওড়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত বিভিন্ন অঞ্চলের জল নিকাশি ব্যবস্থা। হাওড়ার পঞ্চাননতলা , টিকিয়াপাড়া , শিবপুর , চ্যাটার্জীহাট , জগাছার বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। কোথাও জল গোড়ালি সমান তো কোথায় আবার তা ছাড়িয়েছে হাঁটু সমান উচ্চতাও। ঘরে হাঁটু সমান জল দাঁড়িয়ে যাওয়ায় রান্না তো দূর, নোংরা ও বিষাক্ত নর্দমার জলে সামান্য খাট থেকে নীচে নামতে ভয় পাচ্ছেন হাওড়ার ২২ নম্বর ও ২৯ নম্বর ওয়ার্ডের নীচু এলাকাগুলির বাসিন্দারা।
advertisement
জমা জলে ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার আতঙ্ক তো থাকছেই, পাশাপাশি বিদ্যুৎপৃষ্ট হওয়ারও ভয়ে আতঙ্কিত ওই এলাকার মানুষেরা। কয়েক জায়গায় পাম্প চালিয়ে জল নিষ্কাশনের চেষ্টা করা হলেও , ফের বৃষ্টিতে খুব একটা পরিবর্তন হয়নি জল জমার ছবিতে। সূত্র মারফত জানা যাচ্ছে, গঙ্গার জলতল নীচে নামলে তবেই পাম্পিং এর মাধ্যমে নীচু জায়গাগুলি থেকে জল বার করার পরিকল্পনা করছেন ইঞ্জিনিয়াররা। যদিও আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে জেলায় আরও দুই থেকে তিনদিন রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে কবে যে শহরাঞ্চলে মিটবে জমা জলের সমস্যা থেকে রেহাই সেটাই এখন দেখার।
