TRENDING:

Yami Gautam and Keratosis Pilaris : নিরাময়-অযোগ্য এই চর্মরোগে আক্রান্ত ইয়ামি গৌতম, অসুখ সম্বন্ধে জানুন বিশদে

Last Updated:

ইয়ামি গৌতম (Yami Gautam) যেমন জানিয়েছেন তাঁর ত্বকের অসুখের কথা৷ কৈশোরেই জানতে পেরেছিলেন অসুখের কথা৷ এর পোশাকি নাম ‘কেরাটোসিস পিলারিস’ (Keratosis Pilaris)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তারকারাও রক্তমাংসের মানুষ৷ অসুখ তাঁদেরও করে৷ আগে তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনের অনেক দিকই আড়াল করে রাখতেন৷ এখন অবশ্য সামাজিক মাধ্যমের জনপ্রিয়তার যুগে তারকারাও শেয়ার করে নেন নিজেদের সমস্যা৷ ইয়ামি গৌতম (Yami Gautam) যেমন জানিয়েছেন তাঁর ত্বকের অসুখের কথা৷ কৈশোরেই জানতে পেরেছিলেন অসুখের কথা৷ এর পোশাকি নাম ‘কেরাটোসিস পিলারিস’ (Keratosis Pilaris)৷ অসুখের কোনও নিরাময় নেই৷
advertisement

কী এই কেরাটোসিস পিলারিস?

যে কোনও বয়সেই হানা দিতে পারে এই চর্মরোগ৷ ত্বকের এই অসুখ ঢাকতে অনেককেই আবৃত করে রাখতে হয় নির্দিষ্ট অংশ৷ ছোট ছোট অসংখ্য লাল বিন্দুতে ছেয়ে যায় ত্বকের বিস্তৃত অংশ৷ বাহুর উর্ধ্বাংশ, পায়ের থাই, পশ্চাদ্দেশ এমনকী, মাঝে মাঝে মুখেও দেখা যায় এই রক্তবর্ণের বিন্দু ৷ চিকিৎসাগত দিক থেকে এই চর্মরোগ সম্পূর্ণ বিপন্মুক্ত৷ এর থেকে কোনও ক্ষতির আশঙ্কা নেই৷

advertisement

আরও পড়ুন: মনে রাখুন সাজের সহজপাঠ, বর্ষবরণের পার্টিতে রাতভর মেকআপ থাকবে অটুট

নানা রকমের সংক্রমণ থেকে আমাদের ত্বককে রক্ষা করে কেরাটিন প্রোটিন৷ কোনও হেয়ার ফলিকলসের মুখ কেরাটিন বন্ধ করে ফেললে এই সমস্যা দেখা দিতে পারে৷

উপসর্গ

কেরাটোসিস পিলারিস হলে ত্বকের উপর ছোট ছোট লালবিন্দু দেখা দেয়৷ অসংখ্য ছোট ছোট ফোলা অংশে ভরে যায় ত্বক৷ শুরু হয় চুলকানিও৷ অনেক সময় ফোলা অংশের চার ধারের অংশও লাল হয়ে যায়৷

advertisement

আরও পড়ুন: অতিমারিধ্বস্ত শৈশবে প্রয়োজন বিশেষ নজর, জেনে নিন পরিবর্তিত অবস্থায় নতুন বছরে কেমন হবে পেরেন্টিং টিপস

কারওর কারওর ক্ষেত্রে এই উপসর্গ কমে যায় গরমকালে৷ কারওর আবার সমস্যা কমে শীতে৷ ক্ষতিকারক না হলেও এই চর্মরোগ সম্পূর্ণ নিরাময়যোগ্যও নয়৷ এই রোগের প্রভাব কমাতে কী কী করবেন, আর কী কী করবেন না, জেনে নিন-

advertisement

কী করবেন-

ত্বক সব সময় আর্দ্র রাখবেন৷ ধরনে মৃদু, গন্ধহীন ক্লেঞ্জার ব্যবহার করুন৷ সেইসঙ্গে নিয়মিত ময়শ্চারাইজারও দেবেন৷ লোশন বা ময়শ্চারাইজারের তুলনায় ক্রিম এবং অয়েনমেন্ট বেশি উপকারী৷ স্নান করার পর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ক্রিম মাখতে ভুলবেন না৷

আরও পড়ুন: তুচ্ছ হলেও কারণে অকারণে সঙ্গীকে উপহার দিন, সম্পর্কে উষ্ণতা ধরে রাখুন

advertisement

কী করবেন না-

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

ত্বকের যেখানে এই সংক্রমণ হয়েছে, সেখানে পিউমিস স্টোন দিয়ে কোনও সময় ঘষবেন না৷ এই ধরনের ত্বকে এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং খুব সাবধানে করবেন৷ কর্কশ নয়, বরং এই রোগে আক্রান্ত ত্বক সব সময় আলতোভাবে স্পর্শ করুন৷ ভুলেও কোনও সময় এই অংশে খোঁচাবেন না বা ফাটানোর চেষ্টা করবেন না৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Yami Gautam and Keratosis Pilaris : নিরাময়-অযোগ্য এই চর্মরোগে আক্রান্ত ইয়ামি গৌতম, অসুখ সম্বন্ধে জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল