World Sparrow Day 2022: তাৎপর্য
প্রথম বিশ্ব চড়ুই দিবস পালিত হয়েছিল ২০১০ সালে। তখন থেকেই প্রতি বছর দিনটি পালিত হয়। পাখি সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রচেষ্টায় দ্য নেচার ফরএভার সোসাইটি (The Nature Forever Society) প্রতিষ্ঠা করেন মহাম্মদ দিলাওয়ার (Mohammed Dilawar)। একজন সংরক্ষণবাদী হিসেবে এই প্রচেষ্টার জন্য ২০০৮ সালে টাইম ম্যাগাজিন তাঁকে ‘হিরোস অফ দ্য এনভায়রনমেন্ট’ সম্মান দেয়। এই দিবসের উদ্দেশ্যই হল চড়ুই ও অন্যান্য পাখির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে অবহিত করা। জীববৈচিত্র্য ও প্রকৃতির সৌন্দর্য রক্ষায় মানুষ এই দিনটি উদযাপন করে।
advertisement
আরও পড়ুন- কোভিডে বেড়েছে নৈকট্য! সন্তান নয়, পোষ্যের অভিভাবক হতে চাইছেন অনেক মানুষই: সমীক্ষা
এই দিনে বিভিন্ন সংস্থা, পরিবেশকর্মীরা এবং সাধারণ মানুষ নানান উদ্যোগ নেন যাতে পাখিদের বাঁচাতে আরেকটু সংবেদনশীল হয় মানুষ।
আরও পড়ুন- ডায়াবেটিস ধরা পড়েনি, তবুও রক্তে বেড়েই চলেছে শর্করার মাত্রা? সতর্ক হন এখনই
World Sparrow Day 2022: থিম
বিশ্ব চড়ুই দিবস ২০২১-এর থিম ছিল ‘আমি চড়ুইকে ভালোবাসি’। চড়ুইরা বাড়ির উঠোন, সবুজের মাঝে এবং শহুরে এলাকাতেও বাস করে। প্রায় দুই দশক ধরে চড়ুইয়েরর জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এই দিনটি চড়ুই সংরক্ষণের বিষয়ে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্যই পালিত হয়। এ বছরের থিম এখনও ঘোষণা করা হয়নি।