তবে ঐতিহাসিকরা এখনও নিশ্চিত নন এই কাঠের দণ্ডের সঠিক পরিচয় নিয়ে৷ তাঁদের মত, এটা কোনও সৌভাগ্যসূচক জিনিস বা মশলা পেষাইয়ের যন্ত্রাংশও হতে পারে৷ এর আগে মনে করা হয়েছিল এটি জুতো সেলাইয়ের কাজে লাগত৷ কারণ যেখানে এই কাষ্ঠদণ্ড মিলেছে, সেখানে কয়েক ডজন প্রাচীন জুতোও উদ্ধার হয়েছে৷
আরও পড়ুন : একটা জাম্বো শিঙাড়া ২৫ টাকা! ৭০ বছরের পুরনো দোকানের লোভনীয় স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা
advertisement
কাঠের খণ্ডটির দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার৷ এর একটি দিক মসৃণ৷ তবে ঘরগৃহস্থালির কাজ নয়৷ পুরাতাত্ত্বিকদের ধারণা, এর ব্যবহার ছিল আরও ঘনিষ্ঠ৷ বার বার ব্যবহার করে একটি দিক মসৃণ হয়ে গিয়েছিল৷ নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডক্টর রোব কলিন্সের কথায়, "আমরা জানি প্রাচীন রোমান ও গ্রিকরা যৌনতৃপ্তি পেতে নানা উপায় অনুসরণ করত৷ ভিন্ডোলান্ডা থেকে প্রাপ্ত নিদর্শন তার উদাহরণও হতে পারে৷" তাঁর মতামত সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন তিনি৷
কলিন্সের মতে, গাছের কচি ডাল ছুরি বা ছোট ব্লেড জাতীয় কিছু দিয়ে চেঁছে এই দণ্ড তৈরি করা হয়েছিল৷ এর ঐতিহাসিক গুরুত্ব অভূতপূর্ব৷ মত এই অভিজ্ঞ পুরাতাত্ত্বিকের৷