TRENDING:

Bizarre: উত্তর ইংল্যান্ডে খননকার্যে পাওয়া এই জিনিস নাকি বিশ্বের প্রাচীনতম আদিরসাত্মক খেলনা!

Last Updated:

Bizarre: ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ রোমান পুরাতাত্ত্বিক নিদর্শন হল ভিন্ডোলান্ডা৷ বিশেষজ্ঞদের মত, কাঠের তৈরি এই সেক্স টয় প্রাক রোমান যুগের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ইংল্যান্ডের ভিন্ডোলান্ডা রোমান দুর্গে আবিষ্কৃত কাঠের একটি দণ্ড আসলে সেক্স টয়৷ ঐতিহাসিকদের ধারণা, এটি বিশ্বের প্রাচীনতম সেক্স টয়গুলির একটি৷ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ রোমান পুরাতাত্ত্বিক নিদর্শন হল ভিন্ডোলান্ডা৷ বিশেষজ্ঞদের মত, কাঠের তৈরি এই সেক্স টয় প্রাক রোমান যুগের৷
advertisement

তবে ঐতিহাসিকরা এখনও নিশ্চিত নন এই কাঠের দণ্ডের সঠিক পরিচয় নিয়ে৷ তাঁদের মত, এটা কোনও সৌভাগ্যসূচক জিনিস বা মশলা পেষাইয়ের যন্ত্রাংশও হতে পারে৷ এর আগে মনে করা হয়েছিল এটি জুতো সেলাইয়ের কাজে লাগত৷ কারণ যেখানে এই কাষ্ঠদণ্ড মিলেছে, সেখানে কয়েক ডজন প্রাচীন জুতোও উদ্ধার হয়েছে৷

আরও পড়ুন :  একটা জাম্বো শিঙাড়া ২৫ টাকা! ৭০ বছরের পুরনো দোকানের লোভনীয় স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা

advertisement

কাঠের খণ্ডটির দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার৷ এর একটি দিক মসৃণ৷ তবে ঘরগৃহস্থালির কাজ নয়৷ পুরাতাত্ত্বিকদের ধারণা, এর ব্যবহার ছিল আরও ঘনিষ্ঠ৷ বার বার ব্যবহার করে একটি দিক মসৃণ হয়ে গিয়েছিল৷ নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডক্টর রোব কলিন্সের কথায়, "আমরা জানি প্রাচীন রোমান ও গ্রিকরা যৌনতৃপ্তি পেতে নানা উপায় অনুসরণ করত৷ ভিন্ডোলান্ডা থেকে প্রাপ্ত নিদর্শন তার উদাহরণও হতে পারে৷" তাঁর মতামত সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন তিনি৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

কলিন্সের মতে, গাছের কচি ডাল ছুরি বা ছোট ব্লেড জাতীয় কিছু দিয়ে চেঁছে এই দণ্ড তৈরি করা হয়েছিল৷ এর ঐতিহাসিক গুরুত্ব অভূতপূর্ব৷ মত এই অভিজ্ঞ পুরাতাত্ত্বিকের৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bizarre: উত্তর ইংল্যান্ডে খননকার্যে পাওয়া এই জিনিস নাকি বিশ্বের প্রাচীনতম আদিরসাত্মক খেলনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল