ফুল চাষি গোবিন্দ সাহা জানান, এই সূর্যমুখীর চারাটি এমন দিকে লাগাতে হবে যাতে সামান্য রোদ পায়। রোদের ছটায় এই ফুল যেন আরও বেশি জ্বলজ্বল করে ও দ্রুত বেড়ে ওঠে। লাল-হলুদ সূর্যমুখী পাবেন বাজারে। বীজ থেকে লাগাতে পারেন বা দোকান থেকে কিনে আনতে পারেন চারা। এবার দেখে নেওয়া যাক নিয়ম:
advertisement
১) এই গাছের আকার ও ফুল বড় হতে দরকার খুব বেশি সূর্যরশ্মি। এমন দিকে এই গাছ লাগান যেখানে সকালের রোদ গাছ পাবে। মধ্যাহ্নের কড়া রোদে গাছের ক্ষতি হতে পারে।
২) মোটামুটি ৬-৮ ইঞ্চির টবে লাগান এই গাছ। অন্যান্য গাছের তুলনায় এই গাছকে একটু বেশি পরিমাণে যত্ন নিতে হবে। তাই নিয়ম করে খাবারের জোগান দিতে হবে।
আরও পড়ুন: বাড়িতে কোন ‘গাছ’ লাগালে ‘সাপ’ আসে না বলুন তো…? চমকে দেবে এই ‘নাম’, গ্যারান্টি!
৩) বাড়িতে সরষে ও নিম খোল সম পরিমাণে মিশিয়ে তার সঙ্গে ভার্মিকমপোস্ট যোগ করে জৈব সার তৈরি করে নিতে পারেন। এছাড়া ১৫ দিন পরপর গাছের খাবার দিন। খোল পচা জলও দিতে পারেন।
৪) সকালে-বিকেলে গাছে জলও দিতে হবে নিয়ম করে। এই গাছে মাকোর পোকার আক্রমণ দেখা যায়। তাই নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে। ব্যবহার করতে পারেন নিম তেল।
আরও পড়ুন: বাংলাদেশের ‘১০০ টাকা’ ভারতে এখন ‘কত’ বলুন তো…? শুনলেই চমকাবেন, শিওর!
৫) ১৫ দিনে একবার জলে গুলে স্প্রে করে দিন বিকেলের দিকে।
৬) সব ধরণের মাটিতে সূর্যমুখী ফুল চাষ করা গেলেও মাঝারি নিচু দো-আঁশ মাটি সবচেয়ে বেশী উপযোগী এই সূর্যমুখীর চাষে।
পিয়া গুপ্তা