TRENDING:

Nail Art: ম্যাট না কি গ্ল্যাম? নখ রাঙানোর আগে জেনে নিন এই বছরে ফ্যাশন বাজার কাঁপাবে কোন ট্রেন্ড!

Last Updated:

Nail Art: ম্যাট ট্রেন্ড বেছে নেওয়া উচিত না কি গ্ল্যাম? দেখে নেওয়া যাক এক নজরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুধু মেকআপ এবং চুলের স্টাইলই নয়, সুন্দর নখ সামগ্রিক সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। সুন্দর করে ম্যানিকিওর করে রকমারি স্টাইলে নখে ডিজাইন করলে যেন পুরো লুকই বদলে যায়। যা আমাদের উপস্থিতিকেও আরও বেশি উজ্জ্বল করে তোলে।
ভাবছেন কি করা যায়? যদিও অনেকে মাসে অন্তত একবার ম্যানিকিউর করেন, তবে এমনও কিছু মানুষ আছেন যাঁরা এটি করেন না।  আপনার নখের সামগ্রিক স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য শুধু ম্যানিকিউর সেশনও যথেষ্ট নয়।
ভাবছেন কি করা যায়? যদিও অনেকে মাসে অন্তত একবার ম্যানিকিউর করেন, তবে এমনও কিছু মানুষ আছেন যাঁরা এটি করেন না। আপনার নখের সামগ্রিক স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য শুধু ম্যানিকিউর সেশনও যথেষ্ট নয়।
advertisement

এই জায়গায় এসে একটু হলেও থামতে হয় এবার! নিঃসন্দেহে স্টাইল স্টেটমেন্ট হওয়া উচিত ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু ট্রেন্ড বলেও তো একটা ব্যাপার আছে। ফ্যাশনের দুনিয়ার মজাই এই- আজ যা ট্রেন্ড, কাল তা বাতিল!

আরও পড়ুন : সোনার কণ্ঠহারে নবদম্পতিকে ঘিরে একজোড়া ময়ূর, গৃহপ্রবেশে মৌনীর বেনারসি-সাজ নজর কাড়ল

advertisement

প্রকৃতির জগতেও ওই একই কথা খাটে! শীত বিদায় নিয়ে শুরু হয়েছে মধুমাস, খুব তাড়াতাড়িই কড়া নাড়তে চলেছে প্রখর বৈশাখও। এই সবটুকুর সঙ্গে খাপ খাইয়ে নখে কেমন রঙের আভা মানানসই হবে? এক্ষেত্রে ম্যাট ট্রেন্ড বেছে নেওয়া উচিত না কি গ্ল্যাম? দেখে নেওয়া যাক এক নজরে।

আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের

advertisement

ম্যাট নখ

যদিও বেশিরভাগ সময়ে আমরা গ্ল্যামার এবং গ্লিটারই বেশি পছন্দ করি, কিন্তু কোনও বিশেষ অনুষ্ঠানে ম্যাট নখেরও আলাদা চাহিদা রয়েছে। বড় কোনও অনুষ্ঠানে এগুলি মার্জিত এবং পলিশড লুক নিয়ে আসে। আবার অফিসও খুলে যাচ্ছে, তাই কর্মক্ষেত্রে যেতে হলে ম্যাট নেল আর্ট বেছে নেওয়াটাই উচিত হবে।

রঙিন ফ্রেঞ্চ ম্যানিকিওর

ম্যানিকিওরের দুনিয়ায় নিঃসন্দেহে ক্লাসিক এবং সম্ভবত সবচেয়ে জমকালো সংস্করণ হল রঙিন ফ্রেঞ্চ ম্যানিকিওর। গোলাপি, হলুদ এবং নীলের রঙিন ফ্রেঞ্চ টিপ দিয়ে ম্যানিওকর এই বসন্তে কিংবা আগত গ্রীষ্মে সকলের মন জয় করে নেবে।

advertisement

বোল্ড ধরন

আমরা যেখানে গত বছর ওয়াই২-কে ট্রেন্ডকে স্বাগত জানিয়েছিলাম সেখানে এবছর ১৯৯০-এর স্টাইলকে অনুসরণ করতে পারি। জিওমেট্রিক ধরনে উজ্জ্বল রং অথবা আজটেক ডিজাইন এবছর অন্য ধরনের নখের স্টাইল হতে পারে।

মিনিমালিজম

মিনিমালিজম সবসময়ই অত্যাধুনিক লুক নিয়ে আসে। প্যাস্টেল রঙ থেকে মাঝারি দৈর্ঘ্যের নুড শেড, এই সব কিছুই সঠিক আকারের নখে রুচিকর এবং নিখুঁত লুক আনতে পারে।

advertisement

হিনস্টোনস

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

হিনস্টোনসের প্রতি ভালবাসা চোখ হোক কিংবা নখ- কোনও কিছুতেই কখনও যেন কমে না। যে কোনও পার্টি কিংবা অনুষ্ঠানের জন্য এই নখের স্টাইল একেবারে সকলের নজর কেড়ে নেবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nail Art: ম্যাট না কি গ্ল্যাম? নখ রাঙানোর আগে জেনে নিন এই বছরে ফ্যাশন বাজার কাঁপাবে কোন ট্রেন্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল