TRENDING:

Weekend Trip: রাজ পরিবারের বহু স্মৃতি, পুরনো জৌলুস ফিরবে রানি বাগানের! পর্যটকদের আকর্ষণ বাড়াতে কী পদক্ষেপ? জানুন

Last Updated:

Weekend Trip: বাগানের সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগানের বেড়ার তারজালি লাগানো হবে নতুন করে। এছাড়া বাচ্চাদের খেলনা ও পর্যটকদের বসার জায়গা সংস্কার করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারের রাজ আমলের নির্দশনগুলির মধ্যে রানি বাগান বা কেশব আশ্রম অন্যতম। কোচবিহার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদীর বাঁধের পাশ ঘেঁষেই রয়েছে এই বাগান। দীর্ঘ সময় ধরে এই বাগান বহু পর্যটকের আকর্ষণের জায়গা। তবে বেশ কিছুটা সময় ধরে রানি বাগানের অবস্থা বেহাল হয়ে উঠেছিল। বাগানের সুরক্ষায় ব্যবহৃত তরজালির বেড়া ভেঙে যাওয়া থেকে শুরু করে নষ্ট হয়ে যায় পর্যটকদের বসার জায়গা। এছাড়াও বেহাল হয়ে পড়েছিল পার্কের বাচ্চাদের খেলার জিনিস।
advertisement

এলাকার বাসিন্দা কৃষ্ণা মণ্ডল জানান, “এই বাগানে বিকেল হলেই একটা সময় ভিড় জমত। জেলার এই একমাত্র বাগান যেখানে প্রবেশ করতে কোনও টাকা লাগে না। তবে এই বাগানের বেহাল দশার কারণে মানুষের আনাগোনা কমেছে। বহু দূর-দূরান্তের পর্যটকরা আসতেন। তবে দিনে দিনে সেই সংখ্যাও কমেছিল। এখন যদি পুনরায় এই বাগান সংস্কার করা হয়, তবে ভালই হবে। বাগানে রয়েছে রাজ পরিবারের বহু স্মৃতিসৌধ। যেগুলি বেশ অনেকটাই আকর্ষণ করে বহু মানুষকে।”

advertisement

আরও পড়ুনঃ আলাদা এসি দরকার নেই…! জলের দরে শপিং মলের মতো দিনভর বরফ ঠান্ডা ফ্ল্যাট-বাড়ি! সেন্ট্রাল এসি লাগাতে খরচ কত? স্কোয়্যার ফুট মেপে রইল হিসাব

কোচবিহারের ইতিহাস অনুসন্ধানী সুবীর সরকার জানান, “রাজ পরিবারের একাধিক সদস্যদের স্মৃতি সৌধ রয়েছে এখানে। রাজ পরিবারের স্মৃতি বিজরিত কেশব আশ্রম বা রানি বাগান ইতিহাসের নিদর্শন। বাগানের একটি ঘরে রাজ পরিবারের বহু পুরনো ছবি রয়েছে। তাই বাগানের সংস্কার দ্রুত প্রয়োজন। জেলার পর্যটন মানচিত্রে এই বাগানের গুরুত্ব অনেকটাই।”

advertisement

আরও পড়ুনঃ ঘণ্টা দুয়েকে শুরু অক্ষয় তৃতীয়ার শুভক্ষণ…! ২৯-৩০ এপ্রিল সন্ধ্যায় বাড়ির দরজায় অবশ্যই রাখুন ৪ জিনিস, মা লক্ষীর আশীর্বাদে সংসারে অর্থের বন্যা

উদ্যানকানন রেঞ্জার অভিজিৎ নাগ জানান, “ইতিমধ্যেই বাগানের সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগানের বেড়ার তারজালি লাগানো হবে নতুন করে। এছাড়া বাচ্চাদের খেলনা ও পর্যটকদের বসার জায়গাও সংস্কার করা হবে।” এই সংস্কারের কাজ করা হলে কেশব আশ্রম বা রানি বাগান ফের পর্যটকদের আকর্ষণ করবে। এছাড়া কোচবিহারের রাজ পরিবারের স্মৃতি বিজরিত এই বাগান হেরিটেজ নিদর্শন। তাই এই বাগানের সংস্কার করা অত্যন্ত প্রয়োজন। যদিও বর্তমান সময়ে বাগানের আগাছা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। দ্রুত এই পার্ক সংস্কার করে হেরিটেজ বাগানের পুরনো জৌলুস ফিরিয়ে দেওয়া হবে। ফলে জেলায় আকর্ষণ বাড়তে চলেছে রাজ আমলের এই হেরিটেজ বাগানের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: রাজ পরিবারের বহু স্মৃতি, পুরনো জৌলুস ফিরবে রানি বাগানের! পর্যটকদের আকর্ষণ বাড়াতে কী পদক্ষেপ? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল