আরও পড়ুনঃ মাত্র ‘৩‘ লক্ষণে বুঝবেন হার্ট অ্যাটাক আসন্ন! অবহেলা করলেই সর্বনাশ! মিলিয়ে নিন
ঝাঁ ঝা চকচকে, রাজকীয় পরিবেশের থেকে কিছুটা দূরে এসে ঝাড়গ্রামের বাণীভবনে তৈরি হয়েছে এই ঘরোয়া নামকর হোমস্টে। ঘরোয়া নামকরণ এর পেছনে রয়েছে আলাদা এক তাৎপর্যপূর্ণ যুক্তি। হোমস্টে মানেই ঝা চকচকে চার দেওয়াল, কোথাও বা আবার সুইমিংপুলের চাকচিক্য, কোথাও আর রংবাহারি আলোর ঝলকানি, কিন্তু এই ঘরোয়া হোম স্টে তে রয়েছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ। দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ হাওয়া বদলের উদ্দেশ্যে ঝাড়গ্রামকে বেছে নেয় তাঁরা যাতে বাড়িকে পিছনে ফেলে রেখে আবার যেন ঘরেরই পরিবেশ ফিরে পায় তাই জন্য এই ঘরোয়া হোমস্টে গড়ে তোলা।
advertisement
এই হোমস্টেতে বসন্ত ঋতুতে বাড়তি পাওনা হলুদ পলাশ। সর্বত্র নানা রংবেরঙের পলাশ দেখা গেলেও হলুদ পলাশ কিন্তু অত্যন্ত ব্যতিক্রমী। এই হলুদ পলাশ এই হোমস্টেতে এলেই একমাত্র দেখতে পাওয়া যাবে, যা দেখে এই হোমস্টে তে থাকা আবাসিকদের মন ভরিয়ে দেবে। এই হোমস্টেতে জঙ্গলমহলের সাংস্কৃতিক যে নৃত্য সেই নৃত্যের নামে হোমস্টের রুমগুলির নামকরণ করা হয়েছে। যেমন রয়েছে টুসু, ভাদু, ঝুমুর। হোমস্টেতে আসা অতিথীরা যাতে জঙ্গলমহলের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে জানতে পারে সেই জন্যই এই নামকরণ। এই হোমস্টেতে চারটি রুম রয়েছে। সবুজে ঘেরা প্রাকৃতিক ঘরোয়া পরিবেশের মধ্যে মানুষের মন জুড়িয়ে দিতে এই হোমস্টে।
আরও পড়ুনঃ ৭ দিনে অ্যালোভেরার রসেই ঘায়েল অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য! শুধু জেনে নিন খাওয়ার ‘সঠিক’ সময়
ঘর ছেড়ে এসে শহরের কোলাহল থেকে ধরে আবারো ঘরের পরিবেশ ফিরে পেতে এই হোমস্টেতে মানুষ যাতে বারবার ফিরে আসে সেই জন্যই শহরের বুকে গড়ে ওঠা আর পাঁচটা হোমস্টে রিসোর্ট থেকে ব্যতিক্রমী ভাবনা নিয়ে ব্যতিক্রমী নাম নিয়ে এই ঘরোয়া হোমস্টে তৈরি। অতিথিরাও এখানে এসে নিজেদের ঘরের পরিবেশকে পেয়ে স্বাভাবিকভাবেই যেন নিজেদের ঘরের চেনা ছন্দে ফিরে পায়।
বুদ্ধদেব বেরা