এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি। তবে শুধু ব্যাটিং নয়, বিশেষ স্টাইলের দাড়িতেও সকলের নজর কেড়েছেন তিনি। দুই গালে চাপ দাড়ি, চিবুকের কাছে কিছুটা বেশি। এটাই বিরাটের স্টাইল স্টেটমেন্ট। কাত ভক্তকূলও। এখন অনেক পুরুষই চান বিরাটের মতো ঘন কালো দাঁড়ি পেতে। সে জন্য অনুসরণ করতে হবে কয়েকটি ধাপ।
advertisement
গরম জল নয়
এই শীতে গরম জলে মুখ ধোওয়া খুবই আরামদায়ক। কিন্তু দাড়ির জন্য এটা মোটেও ভালো নয়। তাই যত ঠান্ডাই পড়ুক গরম জলে মুখ ধোওয়া চলবে না। এতে দাড়ির ক্ষতি হবে। গরম জল ত্বককে রুক্ষ করে দেবে। চুলকানির সমস্যাও দেখা দিতে পারে।
ময়শ্চারাইজারের ব্যবহার জরুরী
স্নানের সাবান কখনওই দাড়িতে দেওয়া ঠিক নয়। দাড়ি ধোওয়ার জন্য ফেসওয়াশের ব্যবহার করা যায়। মুখ ধোওয়ার পর রোজ ভালো করে ময়শ্চারাইজার দাড়ির উপর দিয়ে সারা মুখে মাখতে হবে। দাড়িতে কোনও সাধারণ ক্রিম দেওয়াও ঠিক হবে না।
নিয়মিত আঁচড়াতে হবে
দাড়ি পরিচ্ছন্ন রাখতে ভালো করে আঁচড়ানো জরুরি। তাই দাড়িতে তেল লাগিয়ে প্রতিদিন ভালো করে আঁচড়াতে হবে। এ জন্য চিরুনি ব্যবহার করা আবশ্যক। খেয়াল রাখতে হবে, সবসময় নিচের দিকেই দাড়ি আঁচড়াতে হয়। এটাকে ডেলি রুটিনের মধ্যে রাখতে হবে।
দাড়ির তেল বা ক্রিম
দাড়ি ভালো রাখতে বাজারে বিশেষ তেল বা ক্রিম কিনতে পাওয়া যায়। এগুলো ব্যবহার করলে দাড়ির স্বাস্থ্য ভালো থাকবে। স্নান সেরে দাড়িতে বিয়ার্ড ক্রিম লাগিয়ে নেওয়া সবচেয়ে ভালো। এর ফলে দাড়ি নরম ও উজ্জ্বল থাকবে। খেয়াল রাখতে হবে দাড়ি যেন রুক্ষ না হয়ে যায়। দাড়ির যত্নে বিরাট ক্যাস্টর, অর্গ্যান, নারকেল ও আঙুরের বিজের তেল ব্যবহার করেন।
আরও পড়ুন- শীতকালে চুলে নানা সমস্যা! ঘন ও উজ্জ্বল চুলের জন্য রান্নাঘরেই রয়েছে বিশেষ উপকরণ
নিয়ম করে সেলুনে
বাড়িতে দাড়ি মেইনটেইন করাই যায়। এতে কোনও অসুবিধে নেই। কিন্তু নিয়মিত সময়ের ব্যবধানে সেলুনেও যেতে হবে। একজন প্রফেশনালই কিন্তু দাড়িকে ওয়েল-গ্রুমড লুক আনতে সাহায্য করবে।
আরও পড়ুন- মাছের মেলায় হাড্ডাহাড্ডি লড়াই জামাই-শ্বশুরের! জিতলেন কে? দেখুন!
চিবুকে বেশি
বিরাটের দাড়ি দুগালের তুলনায় চিবুকের কাছে বেশি লম্বা। এটা মাথায় রেখে, চিবুকের কাছে দাড়িকে বেশি বাড়াতে হবে। এজন্য ট্রিমার ব্যবহার করা যায়। দাড়ি নিয়মিত ট্রিম করলে বেশি বড় হয়।