TRENDING:

Viral Video : ছাগলছানার পিঠে সওয়ার খুদে বাঁদর, বন থেকে বেরিয়ে বাহন-সওয়ারির সানন্দে ফলভক্ষণের ভাইরাল ভিডিও দেখুন

Last Updated:

Viral video of goat and monkey : ছাগলের পিঠে সওয়ার এক বাঁদর৷ তাকে নিয়েই ছুটে চলে এল ছাগলছানা ৷ তার পর এক পশুপ্রেমীর হাত থেকে দু’জনেই ভালবেসে খেল বেরিফল ৷ এই ভিডিও এখন ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছাগলের পিঠে সওয়ার এক বাঁদর (Viral video of goat and monkey) ৷ তাকে নিয়েই ছুটে চলে এল ছাগলছানা ৷ তার পর এক পশুপ্রেমীর হাত থেকে দু’জনেই ভালবেসে খেল বেরিফল ৷ এই ভিডিও এখন ভাইরাল ৷ মন জয় করে নিয়েছে নেটিজেনদের ৷
advertisement

ট্যুইটারে (Twitter) ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে হাতে কিছু বেরি ফল নিয়ে ছাগলছানাটিকে ডাকছেন এক ব্যক্তি ৷ তাঁর ডাক শুনে বনের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে ছাগলছানাটি ৷ পিঠে আসীন বাঁদর ৷ তার পর তাকে নিয়েই ছুটতে ছুটতে এসে দু’জনেই আনন্দে বেরি খেয়ে ফের ঢুকে গেল বনের মধ্যে ৷ ব্যক্তির ডাক শুনে যখন ছাগলটি বেরিয়ে আসছে তখন বাঁদরটিকে দেখা যাচ্ছে বন্ধুর গলা ধরে ঝুলে থাকতে ৷ ওই অবস্থাতেই ছুটছে ছাগলছানা ৷ বেরিফল ভর্তি হাতের কাছে এসেই বাঁদরটি ছাগলছানার গলা ছেড়ে উঠে বসল তার পিঠে৷

advertisement

ভিডিও দেখে মনে হচ্ছে, যে ফল নিয়ে অপেক্ষা করছেন, তাঁকে ছাগলছানাটি চেনে ৷ সে নির্দ্বিধায় তাঁর হাত থেকে একটা একটা করে বেরি ফল খেতে লাগল ৷ কিন্তু ওদিকে বাঁদরটি বেশ চিন্তায় ৷ সংশয়ে ভেবে চলেছে, বেরি খাবে কি খাবে না! কিছু ক্ষণ ভাববার পর সংশয় কাটিয়ে সেও গুটি গুটি তুলে নিল ফল ৷

advertisement

প্রথম বার বেরি খাওয়ার পর বাঁদরটি বুঝল, এই ফলের স্বাদ বেশ! অর্থাৎ আরও কিছু খাওয়া যেতে পারে ৷ এবার সে আরাম করে বসল ৷ তার পর চলল দু’জনের বেরিভক্ষণ ৷ বাহনের দাঁড়িয়ে ৷ সওয়ারির বসে ৷

advertisement

আরও পড়ুন : হাতির দাঁতের ধাক্কায় চূর্ণ কাচ! মৃত্যুর মুখোমুখি হয়েও যাত্রীদের রক্ষা বাসচালকের, দেখুন ভাইরাল ভিডিও

দুই পশুছানার এই নির্মল বন্ধুত্বের ভিডিও ইতিমধ্যে ১২ মিলিয়ন বার দেখা হয়েছে ৷ ট্যুইটারে ‘লাইক’ এসেছে ৫ লক্ষ ৩৪ হাজার বার ৷ লক্ষাধিক বার রিট্যুইট করা হয়েছে ৷

আরও পড়ুন :  পিজ্জাবাহী ড্রোনের সঙ্গে মাঝ আকাশে লড়াই দাঁড়কাকের, দেখুন ভিডিয়ো

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

ভিডিওটি প্রথমে ইউটিউব চ্যানেল ‘অ্যানিমাল হাউস’-এ শেয়ার করা হয়েছিল ৷ সেখানে বিবি নামের এক বাঁদরের অভিযান দেখান হয় ৷ সেখান থেকেই এটি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : ছাগলছানার পিঠে সওয়ার খুদে বাঁদর, বন থেকে বেরিয়ে বাহন-সওয়ারির সানন্দে ফলভক্ষণের ভাইরাল ভিডিও দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল