আরও পড়ুন : পুরুষরা কী কারণে বয়সে বড় নারীর প্রেমে পড়েন! কারণ শুনলে চমকে যাবেন...
আরও পড়ুন : এয়ারটেল 4’G গার্লকে মনে আছে? চেনেন তাঁর আজকের Bold অবতার? দেখুন...
পারুল গর্গ নামে একজন মেক আপ আর্টিস্ট ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োতে (Viral Video) শুরুতে দেখে একটি সাধারণ বিয়ের অনুষ্ঠান মনে হতে পারে। আর পাঁচটা বিয়ের মতোই সেখানে মালাবদল হচ্ছে। বর এবং কনেকে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে ভিডিয়োটির (Wedding Varmala Viral Video) সবচেয়ে মজার মুহূর্তটি হল, যখন বর কনেকে মালা পরানোর চেষ্টা করেন।
advertisement
নববধূ কার্যত তাঁর ফ্লেক্সিবিলিটির নমুনা দিলেন এই ভিডিয়োয় (Wedding Varmala Viral Video)। বিয়ের ভারী লেহেঙ্গা পরনে সুন্দরী কনে দিব্যি আর্চ করে দিলেন বরের সঙ্গে বরমালা না পরার খুনসুটি করার সময়। সেটা দেখেই হাসির রোল ওঠে উপস্থিত অতিথি-পরিজনদের মধ্যে। নিঃসন্দেহে এটি বেশ মজার একটি মুহূর্ত ওঠে ফটোশিকারীদের কাছে।
ইনস্টাগ্রামে শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়েছে এই চমকপ্রদ ভিডিওটি (Viral Video)। কনের শরীরের 'ফিটনেস' দেখে তাজ্জব নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। দুর্বার গতিতে হয়েছে ভাইরাল।