TRENDING:

Viral Video: ছাদনাতলায় হাজির বর-কনে! মালাবদলের চরম মুহূর্তেই আচমকা ‘বেঁকে বসলেন’ কনে! তারপর…

Last Updated:

Viral Video: বরমালার মুহূর্তেই যা করে বসলেন কনে! সবার তো মুহূর্তে চক্ষু-চড়কগাছ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিয়ের মরশুম শুরু হতে না হতেই নানা মজাদার বিয়ের ভিডিও চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। আর বিয়ের ভিডিয়ো মানেই এখন সোশ্যাল মিডিয়ার হট কেক। সত্যি বলতে, এই বিশেষ দিনে বর-কনের মধ্যে খুনসুঁটি, ছোট-বড় বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি দেখতে সবাই কম বেশি ভালবাসেন। আর সেই ভিডিও যদিও হয় নাটকীয় ও মজাদার তাহলে তো ঝড়ের গতিতে তা ভাইরাল (Wedding Varmala Viral Video) হয়ে যায় মুহূর্তের মধ্যে। এমনই এক মিষ্টি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
আশেপাশের মহিলারা বিয়ের অনুষ্ঠান চলাকালীন ছবি তুলতে শুরু করতেই টনক নড়ে সবার। দেখা যায় মেয়েটির যে ছবি দেখানো হয়েছে এবং যে মেয়েটি বিয়ে করেছে তারা আলাদা। এরপর পুলিশ এসে বিষয়টি কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে ভুয়ো পাত্রী পুরো বিষয়টি ফাঁস করে দেয়।
আশেপাশের মহিলারা বিয়ের অনুষ্ঠান চলাকালীন ছবি তুলতে শুরু করতেই টনক নড়ে সবার। দেখা যায় মেয়েটির যে ছবি দেখানো হয়েছে এবং যে মেয়েটি বিয়ে করেছে তারা আলাদা। এরপর পুলিশ এসে বিষয়টি কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে ভুয়ো পাত্রী পুরো বিষয়টি ফাঁস করে দেয়।
advertisement

আরও পড়ুন : পুরুষরা কী কারণে বয়সে বড় নারীর প্রেমে পড়েন! কারণ শুনলে চমকে যাবেন...

আরও পড়ুন : এয়ারটেল 4’G গার্লকে মনে আছে? চেনেন তাঁর আজকের Bold অবতার? দেখুন...

আরও পড়ুন : বাড়বে প্রেম-ভালোবাসা-সুখ-সমৃদ্ধি! ফেব্রুয়ারির আগেই বিরাট পরিবর্তন এই রাশির জাতকদের! তালিকায়আপনিও?

পারুল গর্গ নামে একজন মেক আপ আর্টিস্ট ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োতে (Viral Video) শুরুতে দেখে একটি সাধারণ বিয়ের অনুষ্ঠান মনে হতে পারে। আর পাঁচটা বিয়ের মতোই সেখানে মালাবদল হচ্ছে। বর এবং কনেকে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে ভিডিয়োটির (Wedding Varmala Viral Video) সবচেয়ে মজার মুহূর্তটি হল, যখন বর কনেকে মালা পরানোর চেষ্টা করেন।

advertisement

নববধূ কার্যত তাঁর ফ্লেক্সিবিলিটির নমুনা দিলেন এই ভিডিয়োয় (Wedding Varmala Viral Video)। বিয়ের ভারী লেহেঙ্গা পরনে সুন্দরী কনে দিব্যি আর্চ করে দিলেন বরের সঙ্গে বরমালা না পরার খুনসুটি করার সময়। সেটা দেখেই হাসির রোল ওঠে উপস্থিত অতিথি-পরিজনদের মধ্যে। নিঃসন্দেহে এটি বেশ মজার একটি মুহূর্ত ওঠে ফটোশিকারীদের কাছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইনস্টাগ্রামে শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়েছে এই চমকপ্রদ ভিডিওটি (Viral Video)। কনের শরীরের 'ফিটনেস' দেখে তাজ্জব নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। দুর্বার গতিতে হয়েছে ভাইরাল।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: ছাদনাতলায় হাজির বর-কনে! মালাবদলের চরম মুহূর্তেই আচমকা ‘বেঁকে বসলেন’ কনে! তারপর…
Open in App
হোম
খবর
ফটো
লোকাল