TRENDING:

'এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া' গান গেয়ে ভাইরাল গৃহবন্দি ছোট্ট মেয়ে !

Last Updated:

ঘরে বসে সে গাইলো কৌশিক গাঙ্গুলির ছবি 'খাদ'-এর গান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সারা দেশ করোনা আতঙ্কে ভুগছে। ২১ দিনের জন্য মানুষ গৃহবন্দি। এই অবস্থায় কেউ গাইছেন গান। কেউ করছেন বাড়ির কাজ। একই যুদ্ধে সামিল ভারতের সেলেবরাও। তবে ঘরে না থাকলে এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করা সম্ভব নয়। তাই মানুষও সরকারের সঙ্গে সমানভাবে এই যুদ্ধে সামিল হয়েছে।
advertisement

তবে এই কঠিন সময়ে শান্তির গান গেয়ে ভাইরাল ছোট্ট মেয়ে। বাকিদের মতোও সেও গৃহবন্দি। ঘরে বসে সে গাইলো কৌশিক গাঙ্গুলির ছবি 'খাদ'-এর গান। "দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।" গান গেয়ে মানুষের মনে একটু হলেও শান্তি দিল এই ছোট্ট মেয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চন্দ্রকোনায় রয়েছে বায়ুসেনার ঘাঁটি! গড়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জানুন সেই ইতিহাস
আরও দেখুন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
'এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া' গান গেয়ে ভাইরাল গৃহবন্দি ছোট্ট মেয়ে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল