শুধু কী তা-ই! যাঁরা অক্ষরে অক্ষরে বাস্তুশাস্ত্রের প্রতিটা বিষয় মেনে চলেন, তাঁরা খেতে বসা অথবা টিভি দেখতে বসার ক্ষেত্রেও বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলেন। এই প্রসঙ্গে বাস্তুশাস্ত্র বিশারদদের মত, খাবার খাওয়ার সময় বা টিভি দেখার সময় নির্দিষ্ট অভিমুখেই বসা উচিত। আসলে প্রতিটা দিক বা দিশার উপর রয়েছে নির্দিষ্ট কিছু এনার্জির প্রভাব। আর নির্দিষ্ট কাজের জন্য রয়েছে নির্দিষ্ট দিশার গুরুত্বও। তাই আজ আলোচনা করে নেওয়া যাক সেই বিষয়েই (Vastu Tips)।
advertisement
প্রথমেই আসা যাক, টিভি দেখতে বসার অভিমুখ সংক্রান্ত আলোচনায়। অনেক সময় সন্ধেবেলায় পরিবারের সদস্যরা একসঙ্গে মিলে টিভি দেখতে বসেন। এভাবেই সাধারণত বেশির ভাগ ভারতীয় পরিবারে পারিবারিক সময় কাটানো হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে মেনে চলতে হবে নির্দিষ্ট দিক। আর বাস্তুবিশারদরা মনে করেন যে, টিভি দেখার সময় পরিবারের সদস্যদের দক্ষিণ দিকে মুখ করে বসা উচিত। তাতে ভাগ্য প্রসন্ন থাকে (Facing east or north-east direction while eating)।
আরও পড়ুন-বার বার কানে বাজছে একই সুর, রহস্যময় এই অনুভূতির পিছনে কি আদৌ কোনও বৈজ্ঞানিক কারণ রয়েছে?
ঠিক তেমনই খেতে বসার ক্ষেত্রেও মেনে চলা উচিত নির্দিষ্ট অভিমুখ। এমনটাই উল্লিখিত রয়েছে বাস্তুশাস্ত্রে। বাস্তুবিশারদরা বলেন যে, খেতে বসার সময় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে মুখ করে বসা উচিত। আসলে নির্দিষ্ট এই অভিমুখে বসে খাওয়াদাওয়া করলে খাবারের থেকে সঠিক এনার্জি বা শক্তি পাওয়া যায়। শুধু তা-ই নয়, খাওয়ার সঙ্গে সঙ্গে রান্না করার ক্ষেত্রেও নির্দিষ্ট অভিমুখও মেনে চলা উচিত। বলা হয়, রান্না করার সময়ও পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে মুখ করে রান্না করলে ভাল ফল পাওয়া যায়। সুশ্রুত, চরক এবং মনুর তৈরি খাদ্যসংক্রান্ত আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে, পূর্ব দিকে মুখ করে খেতে বসলে দীর্ঘায়ুর মতো আশীর্বাদ জীবনে নেমে আসে। এই নির্দিষ্ট অভিমুখে বসলে খাবার ভাল ভাবে হজম হয়। হজম ক্ষমতাও বৃ্দ্ধি পায়। আর তাতে মানুষ সুস্থ-সবল থাকে।