দুই বঙ্গের দুই ছবি। দক্ষিণে যখন আগুনের হলকা, উত্তরে তখন বারবার শিলাবৃষ্টি, ঝড়ের তাণ্ডব। এক বঙ্গে প্রকৃতির দুই রূপের কারন কী? কী বলছেন বিশেষজ্ঞরা? উত্তরে ঝড় আর শিলাবৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সিকিম থেকে অক্ষরেখা ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকেছে উত্তরে।তাই বৈখাখের শুরুতেই বৃষ্টিতে ভিজেছে উত্তর। Representative Image